১৪ এপ্রিল চীনের মধ্য প্রাচ্য সমস্যা সংক্রান্ত বিশেষ দূত সুন পি কান জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহরে বলেছেন , চীন জাতি সংঘের সংশ্লিষ্ট প্রস্তাবগুলো ও ভূমির বিনিময়ে শান্তি অর্জনের নীতির ভিত্তিতে রাজনৈতিক সংলাপের মাধ্যমে ফিলিস্তিন-ইস্রাইল সংঘর্ষ নিষ্পত্তির পক্ষপাতী ।
ফিলিস্তিন প্রেসিডেন্টমোহামুদ আব্বাসের সঙ্গে রামাল্লাহে বিশেষদূত সুন পি কান এ দিন সাক্ষাত করেছেন । সাক্ষাত্কারে আব্বাস ফিলিস্তিন ও চীনের মৈত্রীর ভূয়শী প্রশংসা করেছেন একং চীনের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেছেন , তারা অভ্যন্তরীন সংহতি জোরদার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমঝোতা ও সমর্থন পাওয়া এবং ফিলিস্তিন-ইস্রাইল বৈঠকের আশু পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবে ।
সুন পি কান ফিলিস্তিন জাতীয় যুক্ত সরকার প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে বলেছেন , চীন বরাবরই মধ্য প্রাচ্য সমস্যাকে গুরুত্ব দেয় । চীন আগের মতো ভবিষ্যতেও ফিলিস্তিনী জনগনের জাতীয় বৈধ অধিকার ও স্বার্থ ফিরে পাওয়ার প্রচেষ্টাকে সমর্থন করবে । চীন আশা করে প্রেসিডেন্ট আব্বাসের পরিচালনায় ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়ন করবে ।
|