১৪ এপ্রিল সকালে চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কেন্দ্র শাসিত শহরে এক সঙ্গে ৪ কোটিরও বেশী নকল বই ধ্বংস করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবার সবাধিক নকল বই ধ্বংস করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় স্বত্বাধিকার ব্যুর্রোর মহা পরিচালক লন সিন মিন এ তত্পরতার আরম্ভ অনুষ্ঠানে বলেছেন, গত ২০ বছরে এ ক্ষেত্রের উপর আঘাত জোরদার হয়েছে। তিনি বলেছেন, সারা দেশে এক সঙ্গে এই তত্পরতা চালানো থেকে বুঝা যায়, স্বতাধিকার লঙ্ঘণের উপর চীন সরকারের আঘাত হানার দৃঢ়সংকল্প রয়েছে ।
|