১৩ এপ্রিল ইরাকের জাতীয় সংসদের আহ্বানে একটি বিশেষ অধিবেশনে সংসদ ভবনে আত্মঘাতী বিস্ফোরণের নিন্দা করা হয়েছে। অধিবেশনে এই বিস্ফোরণকে ' ইরাকের রাজনৈতিকি প্রক্রিয়াকে সন্ত্রসাবাদীদের ধ্বংসের অপচেষ্টা বলে ' আখ্যায়িত করা হয়েছে।
শিয়া, সুন্নি এবং কুর্দিসদস্যরা পর পর অধিবেশনে ভাষণ দিয়েছেন। তাঁরা নিরাপত্তা বিভাগের উদ্দেশ্যেযত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন।
গত দু' দিনের মধ্যে জাতি সংঘ, আরব লীগ, ইইউর চেয়ারম্যান দেশ জমার্নী এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পক্ষ পর পর বিবৃতি প্রকাশ করে ১২ এপ্রিল জাতীয় সংসদের ভিতরে সংঘটিত বিস্ফোরণের নিন্দা করেছে এবং ইরাকের সকল নেতাদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে সহিংসতা প্রতিরোধ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে।
১২ এপ্রিল ইরাকের জাতীয় সংসদ ভবনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এতে তিন জন সদস্যসহ ৮জন নিহত এবং ২০জনেরও বেশী আহত হয়েছে।
|