যুক্তরাষ্ট্রের নিকট প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জ্যামস জেফরি শুক্রবার কুয়েতে বলেছেন , দু এক মাস আগের তুলনায় যুক্তরাষ্ট্রের ইরান নীতির কোনো পরিবর্তন হয় নি । যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধানকে তার প্রথম বাছাই হিসেবে গ্রহণ করবে ।
কুয়েতের জাতীয় বার্তা সংস্থার খবরে প্রকাশ , কুয়েতে মার্কিন দূতাবাসের একটি টিভি সভায় জেফরি বলেছেন , বলপ্রয়োগের হুমকীর সম্মুখীণ হলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে । অথচ বলপ্রয়োগ করা যুক্তরাষ্ট্রের ইরান নীতির অন্যতম বাছাই মাত্র । প্রথমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা সুরাহা করা উচিত । যুক্তরাষ্ট্র মনে করে যে , এখনো ইরানের সংগে সংলাপ চালানোর পাশাপাশি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার সময় রয়েছে ।
|