|
 |
(GMT+08:00)
2007-04-14 18:15:31
|
 |
অভিন্ন দলিলপত্র কার্যকরী করার লক্ষ্যে আরো এক মাসের জন্যে সময়সীমা বাড়ানো উচিত নয় : হিল
cri
কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছয় জাতি বৈঠকে অংশ নেয়া মার্কিন প্রতিনিধিদলের নেতা ক্রিস্টোফির হিল শুক্রবার পেইচিংয়ে বলেছেন , ১৩ ফেব্রুয়ারীর অভিন্ন দলিলপত্র কার্যকরী করার লক্ষ্যে আরো এক মাসের জন্যে সময়সীমা বাড়োনো উচিত বলে তিনি মনে করেন না ।
১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিতছয় জাতি বৈঠকের পঞ্চম দফার তৃতীয় পর্যায়ের অধিবেশনে গৃহীত অভিন্ন দলিলপত্র অনুসারে উত্তর কোরিয়া ৬০ দিনের মধ্যে ইয়ংবাউন পারমাণবিক স্থাপনা বন্ধ করা , উত্তর কোরিয়ায় ফিরে আসার জন্যে আন্তর্জাতিক আণবিক সংস্থার লোকজনদের আমন্ত্রণ জানানো এবং দু পক্ষের সম্মত সমস্ত প্রয়োজনীয় তত্ত্বাবধান চালানোর ব্যাপারে রাজী হয়েছে । এর সময়সীমা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ।
শুক্রবার হিল বলেছেন , এর সর্বশেষ সময়সীমা কতদিন পর্যন্ত বাড়ানো উচিত , সে সম্পর্কে তিনি নিশ্চিত নন । অন্য পক্ষগুলোর সংগে মিলে উত্তম সমাধান পদ্ধতি খুঁজে বের করা দরকার বলে তিনি মনে করেন ।
উল্লেখ্য যে , হিল শুক্রবার পেইচিংয়ে পৌছেছেন । ১৪ এপ্রিল চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ তা ওই ও উত্তর কোরীয় প্রতিনিধিদলের নেতা কিম কি গুয়ানের সংগে তাঁর সাক্ষাত করার কথা রয়েছে ।
|
|
|