১৩ এপ্রিল কুওয়েতের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , কুয়েত সফররত মার্কিন কৌশলগত গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ এন্ড্রু টেইলর বলেছেন , ৫টি যুক্তির কারণে তিনি মনে করেন , যুক্তরাষ্ট্র ইরানের ওপর বল প্রয়োগ করবে না ।
এই ৫টি যুক্তি হল- একঃ ইরাকে মার্কিন বাহিনী এখন অচলাবস্থায় রয়েছে এবং মার্কিন বাহিনী দ্বিতীয় বারের মতো যুদ্ধে লিপ্ত হতে অক্ষম । দুইঃ যুক্তরাষ্ট্র ভিয়েতনামে তার পরাজয়ের পুনরাবৃত্তি করতে চায় না । তিনঃ মার্কিন প্রেসিডেন্ট বুশ তার কার্যমেয়াদকালে কয়েকটি যুদ্ধ চালিয়ে মার্কিন জনগণের চোখে সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্টে পরিণত হতে ইচ্ছুক নন । চারঃ ইরানে যুদ্ধ শুরু করলে তা দ্বিতীয় ইরাকে পরিণত হওয়ার আশংকা আছে । পাঁচঃ ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিলে ইরাকের পরিস্থিতির মতই অবশ্যই তা মারাত্মক আকার ধারণ করবে ।
|