চীনের গণ ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা১৩ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীন আন্ত আমেরিকান উন্নয়ন ব্যাংকে অংশ নেয়ার জন্য ব্যাংকটির সঙ্গে আলোচনা করছে ।
চলতি বছর মার্চ মাসে চীন আন্ত আমেরিকান উন্নয়ন ব্যাংকের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছে । দু'পক্ষ আন্ত আমেরিকান ব্যাংকে চীনের অংশ নেয়ার ব্যাপারে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে । এটা হচ্ছে দু'পক্ষের সহযোগিতার নতুন উন্নয়নের চিহ্ন এবং এ ব্যাংকে চীনের অংশগ্রহণের জন্য ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।
চীন আন্ত আমেরিকান উন্নয়ন ব্যাংকে অংশগ্রহণ করলে সদস্য দেশগুলোর সঙ্গে অর্থনীতি ও সমাজের উন্নয়ন এবং অর্থনৈতিক সংকট এড়ানো ও প্রতিরোধ করার অভিজ্ঞতা বিনিময় করতে পারবে ,যাতে দু'পক্ষের অর্থনীতি ও সমাজের সম্মিলিত উন্নয়ন আরো দ্রুততর হবে ।
আন্ত আমেরিকান উন্নয়ন ব্যাংকের সদস্য দেশগুলো প্রধানত লাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত । সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং লাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বাণিজ্য দ্রুতভাবে উন্নত হচ্ছে । গত বছর চীন এসব দেশের সঙ্গে বাণিজ্যিক মূল্য ছিল ৭০ বিলিয়নেরও বেশি মার্কিন ডলার ।
|