v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-13 20:15:32    
ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী জুন সেন

cri
  হুন সেন ১৯৫১ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি প্রথম জীবনে এক মন্দিরে লেখাপড়া করেন। ২০ শতাব্দীর ৭০ দশকে তিনি ক্যাম্বোডিয়ার গণ সংস্কার বাহিনীতে পর পর কোম্পানি-কমান্ডার, ব্যাপ্যালিয়ন ও রেজিমেন্টের দায়িত্ব পালন করেন। তিনি ক্যাম্বোডিয়ার পিপলস রেভোলুশন পার্টির কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন। ১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে তিনি পিপলস রেভোলুশন পার্টির পক্ষ থেকে ক্যাম্বোডিয়ার জাতীয় সর্বোচ্চ কমিশনে অংশ নেন। ১৯৯১ সালের অক্টোবর মাসে পিপলস রেভোলুশন পার্টি ফনোম পেন্হে বিশেষ প্রতিনিধি সম্মেলন আয়োজন করে। সম্মেলনে পিপলস রেভোলুশন পার্টির নাম পিপলস পার্টিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয় এবং হুন সেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৩ সালের মে মাসে জাতীয় নির্বাচনে তিনি ক্যাম্পং চাম প্রদেশের সংসদের স্পীকার নির্বাচিত হন। জুলাই মাসে তিনি ক্যাম্বোডিয়ার অস্থায়ী জাতীয় সরকারের যৌথ চেয়ারম্যানের পদে নিযুক্ত হন। সেপ্টেম্বর মাসে তিনি ক্যাম্বোডিয়া সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হন। ২০০৩ সালের জুলাই মাসে ক্যাম্বোডিয়ার পিপলস পার্টি তৃতীয় কংগ্রেসের নির্বাচনে বেশির ভাগ আসন লাভ করে বিজয়ী হন। কিন্তু তিন ভাগের দুই ভাগের ভোট লাভ না করার কারণে পিপলস পার্টি এককভাবে মন্ত্রীসভা সংগঠন করতে পারে না। ক্যাম্বোডিয়া এ ধরণের রাজনৈতিক অবলাবস্থায় এক বছরে থাকার পর, পিপলস পার্টি দ্বিতীয় বৃহত্ ফান্সিন্পেক পার্টির সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করে যৌথ সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। ২০০৪ সালের জুলাই মাসে রাজা নরোডম শিহানুক হুন সেনকে ক্যাম্বোডিয়া নতুন প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করেন। হুন সেন নতুন সরকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেন। ১৫ জুলাই মাসে ক্যাম্বোডিয়ার তৃতীয় কংগ্রেসে হুন সেন প্রধানমন্ত্রী হিসেবে নতুন সরকার অনুমোদিত হয়।

  হুন সেন ক্যাম্বোডিয়ার শান্তি এবং স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেন। তিনি অর্থনীতির উন্নয়ন এবং দারিদ্র্যের দূর করা নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বৈদেশিক সম্পর্ক বাড়ানো এবং ক্যাম্বোডিয়া যথাশীঘ্র সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সামঞ্জস্যের নীতি প্রণয়ন করেন।

  ১৯৯৪ সালের জানুয়ারী তিনি ও নরোডম রানারিদ্দহ মিলিতভাবে চীন সফর করেন। ১৯৯৬ সালের জুলাই মাসে তিনি ক্যাম্বোডিয়া সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন। ১৯৯৯ সালের ফেব্রুয়ারী মাসে তিনি তৃতীয় এবং ২০০৪ সালের এপ্রিল মাসে চতুর্থ বার চীন সফর করনে।