|
গত তিন মাসে কুয়াংসি আসিয়ান বৃহত্তম বাণিজ্যিক অংশীদারিত্বের অবস্থান বজায় রেখেছে
cri
|
দক্ষিণ পশ্চিম চীনের কুয়াং সি প্রদেশের নান নিংয়ের শুল্ক বিভাগের পরিসংখ্যান সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে চীনের কুয়াংসি-এর আসিয়ানের বাণিজ্যিক মূল্য ছিল ৪৭ কোটি । গত বছরের একই সময়ের তুলনায় তা ১৮ শতাংশ বেড়েছে। কুয়াংসি আসিয়ান বৃহত্তম বাণিজ্যিক অংশীদারিত্বের অবস্থান এখনো বজায় রেখেছে।
|
|