উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ১৩ এপ্রিল এই মত প্রকাশ করেছে , উত্তর কোরিয়া ম্যাকাও ব্যাংকে তার আটককৃত তহবিল উন্মুক্ত করার পর ১৩ ফেব্রুয়ারী যৌথ দলিলের দায়িত্ব পালন শুরু করেছে ।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার খবরে প্রকাশ , উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে , মার্কিন অর্থ মন্ত্রণালয় ও চীনের ম্যাকাও বিশেষ অঞ্চলের সরকার ১০ এপ্রিল ম্যাকাও ব্যাংকে আটককৃত উত্তর কোরীয় তহবিল উন্মুক্ত করার বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে । উত্তর কোরীয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কার্যকর বিবৃতির মাধ্যমে এ কথা স্বীকার করেছে । মুখপাত্র বলেছেন , ১৩ ফেব্রুয়ারী যৌথ বিবৃতি পালনের ব্যাপারে নেতিবাচক কোন ইচ্ছা উত্তর কোরিয়ার নেই । উত্তর কোরিয়া তার ওপর আরোপিত শাস্তি তুলে নেয়ার পর চুক্তি পালন শুরু করবে ।
মার্কিন অর্থ মন্ত্রণালয় ও চীনের ম্যাকাও বিশেষ অঞ্চলের সরকার ১০ এপ্রিল পর পর ঘোষণা করেছে যে , ম্যাকাও ব্যাংকে আটককৃত আড়াই কোটি মার্কিন ডলার তহবিল উত্তর কোরিয়াকে ফেরত দেয়া হবে ।
|