সম্প্রতি উত্তর চীনের থিয়ান চিন মহানগরীর ৩৮টি শিল্প প্রতিষ্ঠান আফ্রিকান দেশগুলোকে ১০ ১৩০টি সাইকেল , ২৭টি ব্যাটারী -চালিত সাইকেল ও সাইকেলে জিনিসপত্র রাখার জন্য ব্যবহার্য ঝুড়ি অনুদান দিয়েছে । এ থেকে বোঝা যায় , ২০০৭ সালে চীনের রেডক্রস সোসাইটির উদ্যোগে আফ্রিকাকে সাহায্য দেয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে ।
আফ্রিকাকে সাহায্য দেয়ার ব্যবস্থাকে জোরদার করার জন্য চীনের রেডক্রস সোসাইটি ও রেড ক্রিসেন্ট সোসাইটি ২০০৭ সালকে আফ্রিকা বর্ষ নির্ধারণ করেছে । তারা আফ্রিকান দেশগুলোতে অনুদান দেয়ার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে । তারা আফ্রিকান জনগণের জন্য প্রয়োজনীয় সাইকেল ও সেলাই মেশিনসহ নানা রকম নিত্য ব্যবহার্য দ্রব্য এবং আফ্রিকান দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ ও ওষুধপত্র সংগ্রহ করবে এবং তাদেরকে চিকিত্সার পরিসেবা প্রদান করবে ।
|