২০০৫ সালে উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের ইয়াংশি নদী , হোয়াং হো নদী ও লান ছান চিয়াং নদীর উত্পত্তিস্থলে অবস্থিত প্রকৃতি সংরক্ষণ এলাকার পরিবেশ সুরক্ষা প্রকল্প চালু হওয়ার পর মোট ১ বিলিয়ন ইউয়ানেরও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে । বর্তমানে এই তিনটি নদীর উত্পত্তিস্থলের পরিবেশ অনেকটাই উন্নত হয়েছে ।
জানা গেছে , ২০০৫ সালে এই তিনটি নদীর প্রকৃতি সংরক্ষণ এলাকায় ক্ষুদ্র নগর গড়ে তোলা , অরণ্যে অগ্নিকান্ড নিবারণ ও জ্বালানী সম্পদের উন্নয়নসহ প্রকল্প নির্মাণ করার ক্ষেত্রে চীন পর পর ৬০ কোটি ইউয়ান অর্থ বরাদ্দ করেছে । এ ছাড়া এই তিনটি নদীর উত্পত্তিস্থলে প্রকৃতি সংরক্ষণ এলাকা গড়ে তোলার জন্য অধিবাসীদের স্থানান্তর করা এবং মানুষ ও গবাদি পশুর খাওয়ার জন্য বিশুদ্ধ পানি প্রকল্পের খাতেও ৪২.৬ কোটি ইউয়ান অর্থ বরাদ্দ করা হয়েছে । এই সব প্রকল্প সম্পন্ন হওয়ার ফলে এই তিনটি নদীর উত্পত্তিস্থলের পরিবেশ এখন অনেকটাই উন্নত হয়েছে ।
|