চীনে লোকসংখ্যা ১ লাখের নিচে এমন দু'টি সংখ্যালঘু জাতি হচ্ছে মাও নান ও চিং জাতি । এ দু'টি জাতি সম্প্রতি কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের অর্থ সাহায্য পেয়েছে । ফলে এ দু'জাতির অবকাঠামো নির্মাণ সহজতর হবে ।
চীনের খুব কম লোকসংখ্যার সংখ্যালঘু জাতির অবকাঠামো নির্মাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও কুয়াং সি স্বায়ত্তশাসিত অঞ্চল ২৬ কোটি ইউয়ান নিয়ে মাও নান ও চিং জাতি এলাকায় এক হাজারেরও বেশি অবকাঠামো প্রকল্প নির্মাণ করবে ।
চীনে মোট ৫৫টি সংখ্যালঘু জাতি রয়েছে । মোট লোকসংখ্যা এক লাখের নিচে এমন সংখ্যালঘু জাতি হচ্ছে ২২টি । প্রাকৃতিক ও ঐতিহাসিক কারণে এসব জাতির উন্নয়ন পিছিয়ে রয়েছে ।
জানা গেছে , চীন সরকার ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ১ বিলিয়ন বিশেষ বরাদ্দ দিয়ে দেশের সংখ্যালঘু জাতির উন্নয়নে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ।
|