১৩ এপ্রিল জাপানের আসাহি শিমুন পত্রিকার এক খবরে জানা গেছে, জাপান সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১২ এপ্রিল সকালে জাপানের মন্ত্রীসভায় দেয়া বক্তৃতাকে জাপানের বিভিন্ন রাজনৈতিক দল গভীর মূল্যায়ন করেছে ।
জাপানের মন্ত্রীসভার সচিবালয়ের প্রধান শিওজাকি ইয়াসুহিসা বলেছেন, ওয়েন চিয়া পাও'র বক্তৃতায় অনেক প্রশ্নেই ইতিবাচক মতামত প্রকাশিত হয়েছে ,তা খুবই চমত্কার । জাপানের কমেইটো পার্টির প্রতিনিধি ওতা আকিহিরো মনে করেন, ওয়েন চিয়া পাও'র বক্তৃতায় চীন ও জাপানের সম্পর্কের ভবিষ্যত দিকগুলোকে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ।
খবরে আরো বলা হয়েছে, ঐতিহাসিক প্রশ্ন সম্পর্কে ওয়েন চিয়া পাও জাপানের প্রতি বাস্তব কার্যক্রমের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করার দাবি জানিয়েছেন । এ প্রসঙ্গে জাপানের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি, মন্ত্রীসভার নীতি বিষয়ক চেয়ারম্যান নিকাই তোশিহিরো বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে চীনে জাপানের আগ্রাসী সত্যতাকে মুছে দেয়া যাবে না । জাপানকে সবসময় এ কথা মনে রাখা উচিত ।
|