আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহা পরিচালক মোহাম্মদ মোস্তফা আল বারাদেই ১২ এপ্রিল বলেছেন , নাতান্জে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তির নির্মাণ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ।
রিয়াদে বারাদেই তথ্য মাধ্যমকে বলেছেন , ইরান নাতান্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত করছে । ইরানের লক্ষ্য হল ৫৪ হাজার সেন্ট্রিফিউজ স্থাপন করা । তবে এখন এ কেন্দ্রে শুধু কয়েক শো সেন্ট্রিফিউজ রয়েছে । বারাদেই বলেছেন , এখন পর্যন্ত ইরানের গোপণ পরমাণু প্রযুক্তি এবং পরমাণু অস্ত্র নির্মাণের সামর্থ আছে এমন কোন প্রমাণ নেই । তবে তিনি ইরানকে এ বিষয়ে স্বচ্ছ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন , যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ দূর করা যায় ।
|