বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ১২ এপ্রিল জাতীয় টেলিভিশন এক ভাষণে বলেছেন, ২০০৮ সাল শেষ হওয়ার আগেই সংসদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রচেষ্টা চালিয়ে একটি সঠিক নির্বাচন ব্যবস্থা গড়ে তুলবে। যাতে কেবল এবারের নির্বাচন নিশ্চিত করা যাবে তাই নয়, বরং ভবিষ্যতের সকল নির্বাচনও এর আলোকে ন্যায্য ভিত্তিতে আয়োজন করা সম্ভব হবে।
তিনি আরো বলেছেন, নতুন নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীনতা দেয়া হয়েছে। এই কমিশন বিভিন্ন সংস্কারমূলক কাজ সম্পদানের মাধ্যমে নির্বাচন আয়োজনের ন্যায্য ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে।
|