v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-13 10:06:14    
ছুংছিং মহানগরীতে গ্রামীণ চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে

cri
    চীনে ৮০ কোটি কৃষক আছে । তাদের স্বাস্থ্য সমস্যা দেশের একটি মূল সমস্যা বলে মনে করা হয় । কিন্তু চীনের শহর ও গ্রামাঞ্চলের মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভারসাম্যহীনতা বিদ্যমান । সুতরাং গ্রামাঞ্চল বিশেষ করে পশ্চিম চীনের গ্রামাঞ্চলে চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার মান বরাবরই অনুন্নত ছিল এবং এই ক্ষেত্রের ব্যবসাগুলো পিছিয়ে থাকার পাশাপাশি চিকিত্সকেরও অভাব ছিল । কৃষকরা অর্থাভাবের কারণে চিকিত্সা গ্রহণ করতে অক্ষম ছিল । গত কয়েক বছরে এই সব অঞ্চলের গ্রামীণ চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অর্থ বরাদ্দ ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে । আজ এই অনুষ্ঠানে দক্ষিণ পশ্চিম চীনের ছুংছিং শহরের গ্রামাঞ্চলের চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…

    ছিয়ান চিয়াং ছুংছিং মহানগরীর একটি জেলা । এই জেলার জনসংখ্যা ৫ লাখ । তারা প্রধাণতঃ গ্রামাঞ্চলে থাকে । এ দিন ভোরবেলায় হেপাটাইটিস-বি'র প্রতিষেধক টিকা নেয়ার জন্য সি হুই থানার লি মিন গ্রামের মহিলা ফেং সিয়াও মেই তার এক বছর বয়সী মেয়েকে থানার ক্লিনিকে নিয়ে যান । ইঞ্জেকশন শেষে তিনি বিনা খরচে টিকা নেয়া সংক্রান্ত সবুজ রঙের একটি কার্ড ডাক্তারের কাছে অর্পণ করেন । এই কার্ড অনুসারে সরকারী বিনা খরচে চিকিত্সার পরিসেবা ভোগ করা যায় ।

    থানার ক্লিনিকের একজন মহিলা ডাক্তার লি চে বলেন , শিশুদের বিনা খরচে টিকা নেয়ার ব্যবস্থা চালু হওয়ার পর শিশুদের টিকা নেয়ার হার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে । তিনি বলেন ,

    আগে শিশুদের টিকা নেয়ার ক্ষেত্রে টাকা পয়সা জমা দেয়া হতো । তখন শিশুদের বেশির ভাগ অভিভাবকরা এই ধরনের প্রতিষেধক টিকা নেয়ার বিয়ষটি প্রত্যাখ্যান করতেন । এখন শিশুদের বিনা খরচে টিকা নেয়ার ব্যবস্থা চালু হওয়ার পর সবাই টিকা নেয়ার ইচ্ছা প্রকাশ করেন । এতে শিশুদের স্বাস্থ্য পরিচর্যার মান অনেক উন্নত হয়েছে ।

    চিয়ান চিয়াং জেলার শিশু ছাড়া অন্তঃসত্ত্বা ও প্রসূতিরাও বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষার পরিসেবা ভোগ করে থাকেন । ২০০৫ সালের জুলাই মাস থেকে এই জেলার কৃষকরা থানার সরকারের কাছ থেকে বিনা খরচে টিকা নেয়া , শিশু , অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের স্বাস্থ্য পরীক্ষাসহ চার ধরনের কার্ড পেয়েছেন । ফলে কৃষকদের চিকিত্সার ভাব বিপুলমাত্রায় কমে গেছে । এই ক্ষেত্রে থানার ক্লিনিক যে ব্যয় করেছে , তা সরকারের সংশ্লিষ্ট বিভাগের অর্থ বরাদ্দের মাধ্যমে পূরণ করা যাবে ।

    ছিয়ান চিয়াং জেলার গ্রামীণ চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার ব্যাপারে সরকারী অর্থ বরাদ্দের এক অংশ হিসেবে গণ স্বাস্থ্যের এই ধরনের পরিসেবা কার্ড ব্যবস্থা প্রতর্বন করা হচ্ছে । ২০০৩ সাল থেকে ছুংছিং শহরে নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু হওয়ার ব্যাপারে ছিয়ান চিয়াং অন্যতম পরীক্ষামূলক জেলায় পরিণত হয়েছে । নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা তহবিলের কাছ থেকে কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের ৫০ ইউয়ান ভর্তুকী ভোগ করার জন্য প্রত্যেকের বছরে মাত্র ১০ ইউয়ান জমা দেয়া প্রয়োজন । ফলে কৃষকদের চিকিত্সার জন্য যে সব খরচ করা হবে , তার ৪০ শতাংশ সরকার বহন করবে । চিকিত্সার জন্য হাসপাতালে থাকা এবং যাবতীয় খরচের ৬৫ শতাংশ সরকারী চিকিত্সা তহবিল থেকে কৃষকরা ফেরত পাবে । ফলে কৃষকদের অর্থাভাব সমস্যা ও চিকিত্সার চিন্তা দূর হয়ে গেছে । সরকারী চিকিত্সা তহবিল ব্যবস্থা চালু হওয়ায় কৃষকরা উপকৃত হয়েছেন । এখন সহযোগিতা চিকিত্সা ব্যবস্থায় অংশগ্রহণের ব্যাপারে তাদের আগ্রহ বেড়ে গেছে । গত বছরের শেষ নাগাদ ছিয়ান চিয়াং জেলায় ৭০ শতাংশেরও বেশি কৃষক সহযোগিতা চিকিত্সা ব্যবস্থায় অংশ নিয়েছেন ।

    ছিয়ান চিয়াং জেলার চুং থাং থানার ক্লিনিকে সংবাদদাতা বাইরে থেকে ফিরে আসা গ্রামীণ শ্রমিক চু সিয়াও পিংয়ের সাক্ষাত্কার নিয়েছেন । এ দিন তার মেয়ের জ্বর ছিল । তিনি আনন্দের সঙ্গে সংবাদদাতাকে বলেন , রেজিস্ট্রেশন , চিকিত্সা ও ওষুধ কেনার জন্য তিনি মাত্র ৮ ইউয়ানেরও কম ব্যয় করেছেন ।

    এখন চিকিত্সার জন্য বেশি সুবিধা আছে । ডাক্তাররা রোগীদের সহৃদয়তার সঙ্গে যত্ন নেন । তার পরিবারের সকল সদস্য সহযোগিতা চিকিত্সা ব্যবস্থায় অংশ নিয়েছেন । তাদের শিশু জন্মানোর জন্য যে কয়েক হাজার ইউয়ান ব্যয় হয়েছে , তা মওকুফ করা হয়েছে । সরকারের উদ্যোগে এই সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু হওয়ায় চীনের ব্যাপক জনসাধারণ উপকৃত হয়েছেন ।

    ছিয়ান চিয়াং জেলায় চিকিত্সার জন্য বাসিন্দাদের প্রত্যক্ষ ভর্তুকী দেয়ার পাশাপাশি চিকিত্সার বুনিয়াদি ব্যবস্থার নির্মাণকাজের ব্যাপারে বিপুল অংকের অর্থ বরাদ্দ করা হয়েছে । এতে গ্রামীণ চিকিত্সা ও স্বাস্থ্য পরিচর্যার মান অনেক উন্নত হয়েছে । ছিয়ান চিয়াং জেলার স্বাস্থ্য ব্যুরোর পরিচালক রো খুয়েই বলেছেন ,

    আগে গ্রামীণ চিকিত্সকদের চিকিত্সার সরঞ্জাম ও নৈপুণ্য অত্যন্ত পশ্চাত্পদ ছিল । তাদের মধ্যে বেশির ভাগ লোক গ্রামাঞ্চলে চাকরি করতে চাইতেন না । থানার ক্লিনিকে রোগীদের চিকিত্সা করার জন্য শুধু হৃদবীক্ষণ যন্ত্র , দেহের তাপ পরিমাপ যন্ত্র ও রক্ত পরিমাপ যন্ত্রের ওপর নির্ভর করা হতো । তা ছাড়া অন্য নিরুপণের জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের অভাবও ছিল ।

    গত কয়েক বছরে থানা ও গ্রামের ক্লিনিকের নির্মাণকাজের ক্ষেত্রে ছিয়ান চিয়াং জেলায় সরকারী অর্থ বরাদ্দ ও গ্রামবাসীদের অর্থ সংগ্রহের মাধ্যমে ২ কোটি ইউয়ান অর্থ সংগ্রহ করা হয়েছে । এ পর্যন্ত এই ডিস্ট্রিক্টের ১৫টি থানার ক্লিনিক ও আবাসিক এলাকার স্বাস্থ্য পরিসেবা কেন্দ্রে চিকিত্সার জন্য প্রয়োজনীয় পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে ।

    ছিয়ান চিয়াং জেলার চুং থাং থানার ক্লিনিকের প্রধান ওয়াং কুও চুয়ান বলেছেন ,

    ২০০২ সালের আগে থানার ক্লিনিক অত্যন্ত পুরনো ও দুর্দশাগ্রস্ত ছিল । চিকিত্সার জন্য ব্যবহার্য সরঞ্জাম খুবই সেকেলে ছিল । গ্রামবাসীরা তাকে শুধু একটি ওষুধ দোকান বলে মনে করতেন । ২০০০ সালের পর ক্লিনিকের বুনিয়াদি ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলার জন্য সরকার বড় অংকের অর্থ বরাদ্দ করেছে । এখন ক্লিনিকে স্থির পুঁজি ১৩ লাখ ইউয়ানে দাঁড়িয়েছে । ক্লিনিকে এক্সরে যন্ত্র ও টাইপ-বি আল্ট্রাসনিক যন্ত্রসহ বিবিধ প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে।