v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-13 09:56:30    
অন্তর্মঙ্গোলিয়া কৃষক বা পশুপালকদেরকে অবৈতনিক সেবা দিবে

cri
    চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষি ও পশুপালন বিষয়ক ব্যুরো সম্প্রতি এ ঘোষণা করেছে যে, এ বছর অন্তর্মঙ্গোলিয়া কৃষক ও পশুপাকলকদেরকে প্রযুক্তিগত প্রশিক্ষণসহ ১০টি অবৈতনিক সেবা দিবে। তা ছাড়া, ব্যুরো চার করার শিল্প, পশু পালন শিল্প ও মত্স্য শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে কৃষক ও পশুপালকদেরকে অবৈতনিক প্রশিক্ষণ দেবে।

    *শানসি প্রদেশের ১ কোটি ৮৩ লাখ ১০ হাজার কৃষক গ্রামের নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থায় অংশ নিয়েছেন

    শানসি প্রদেশের স্বাস্থ্য ব্যুরো থেকে জানা গেছে, শানসি প্রদেশের ১ কোটি ৮৩ লাখ ১০ হাজার কৃষক গ্রামের নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থায় অংশ নিয়েছেন। অংশ নেয়ার হার ৮৭.৫ শতংশে পৌঁছেছে। রোগের কারণে কৃষকের দরিদ্র হওয়ার অবস্থা প্রশমিত হয়েছে।

    খবরে জানা গেছে, সাম্প্রতিক দু'বছর ধরে কৃষকরা সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থার এনে দেয়া সুফল ভোগ করেন। গত বছর শানসি প্রদেশের ৫৭ লাখ কৃষক এর সুফল ভোগ করেন।

    *হাইনান প্রদেশের সকল গ্রামাঞ্চলে সর্বনিম্ন জীবন-যাপন সুনিশ্চিত করার ব্যবস্থা চালু হয়েছে

    শহরের সঙ্গে গ্রামের গণ-পরিসেবার সমতা ত্বরান্বিত করার জন্যে হাইনান প্রদেশ সরকারী পুঁজি বাড়িয়ে প্রদেশের সারা গ্রামাঞ্চলে সামাজিক সাহায্য ব্যবস্থা চালু করেছে।

    বর্তমানে গ্রামাঞ্চলে যাদের প্রতি বছল মাথাপিছু নিট আয় ৭২০ ইউয়ান রেনমিনপির কম তাদেরকে সাহায্য করার আওতায় আনা হয়। ২০০৬ সালে গ্রামাঞ্চলে সর্বনিম্ন জীবন-যাপন সুনিশ্চিত করার ব্যবস্থার সুফলকারী কৃষকদের সংখ্যা ছিলো ১ লাখ ৫০ হাজার। ২০০৭ সালে হাইনান প্রদেশ অব্যাহতভাবে গ্রামাঞ্চলের নির্মাণে পুঁজি বিনিয়োগ বাড়াবে।

    *ফুচিয়েন প্রদেশের চিনচিয়াং শহরের গ্রাম থেকে আসা শ্রমিকরা স্বল্প ব্যয়ের লোকদের উপযোগী বাড়িঘর কিনতে পারেন

    ফুচিয়েন প্রদেশের চিনচিয়াং শহরের সরকার সূত্রে জানা গেছে, গ্রাম থেকে আসা শ্রমিকরা স্বল্প ব্যয়ের লোকদের উপযোগী বাড়িঘর কিনতে পারেন। ফলে তাদের বসবাসের পরিবেশ ভালো হবে।

    চিনচিয়াং শহরের মেয়র লি চিয়েনহুই বলেছেন, স্বল্প ব্যয়ের লোকদের উপযোগী বাড়িঘর হচ্ছে সরকারের জনগণকে পরিসেবা দেয়ার এক প্রকল্প। গ্রাম থেকে আসা শ্রমিক হচ্ছেন চিনচিয়াং শহরের অর্থনীতির নির্মাণের গুরুত্বপূর্ণ শক্তি। ভবিষ্যতে সরকারের সেবায় তাদের স্বার্থের উপর দৃষ্টি রাখতে হবে।