১১ এপ্রিল দক্ষিণ পশ্চিম চীনের ছুংছিং শহরে অনুষ্ঠিত চীনের সংস্কৃতি ও প্রকাশনার ব্যবস্থাপনা বিষয়ক একটি অধিবেশন সূত্রে জানা গেছে , ২০০৬ সালে চীনে মোট ১১ কোটি নানা রকম নকল অডিও ভিডিও দ্রব্য বাজেয়াপ্ত হয়েছে ।
জানা গেছে , ২০০৬ সালে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে চীনে অডিও- ভিডিও বাজারের ব্যবস্থাপনা জোরদার করা এবং নকল অডিও ভিডিও দ্রব্য নির্মূলীকরণসহ বেশ কয়েকটি বিশেষ অভিযান চালানো হয়েছে । যারা অবৈধভাবে অডিও ভিডিও দ্রব্য তৈরী করেছে , তদন্তের মাধ্যমে সে সব তথ্য উদ্ঘাটনের জন্য চীন সরকার বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করেছে । ফলে দীর্ঘকাল ধরে ইন্টারনেটের মাধ্যমে নকল অডিও ভিডিও দ্রব্য তৈরী ও বিক্রির ব্যবসায় নিয়োজিত বিপুল পরিমাণ গুদাম ও দোকান উদ্ঘাটন করা সম্ভব হয়েছে এবং এই অবৈধ ব্যবসার অভিযোগে বিপুল সংখ্যক অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । এর ফলে সমাজের সুশৃঙ্খল অবস্থা সুরক্ষার ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালিত হচ্ছে ।
|