পেইচিং পর্যটন বিভাগের প্রধান তু চিয়াং ১২ এপ্রিল বলেছেন , পর্যটনের বিকাশ এবং অলিম্পিক গেমসের ক্ষেত্রে একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার জন্য পেইচিং অব্যাহতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।
পেইচিংয়ে অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন , ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ে বিভিন্ন দেশের ক্রীড়াবিদ , ক্রীড়া কর্মকর্তা ও গেমস দেখতে আসা বিদেশী দর্শকসহ প্রায় ৬ লাখ লোককে স্বাগত জানানো হবে । বর্তমানে অলিম্পিক গেমস ও পর্যটকদের চাহিদা মেটানোর জন্য পেইচিংয়ে বিভিন্ন ক্ষেত্রের প্রস্তুতি কাজ পুরোদমে চলছে ।
বর্তমানে পেইচিং পর্যটন বিভাগ পর্যটকদের পরিসেবার মান উন্নত করা এবং দেশ-বিদেশের পর্যটকদের জন্য পর্যটনের প্রয়োজনীয় তথ্য প্রদানের একটি অভিযান চালাচ্ছে ।
|