১১ এপ্রিল মার্কিন "দি ওয়াল ষ্ট্রীট জার্নাল" পত্রিকার খবরে প্রকাশ , মার্কিন সরকার ওপেকের মত প্রাকৃতিক গ্যাসের জন্য আরেকটি সংস্থা গঠনের তীব্র বিরোধীতা করে এবং বলেছে এমন একটি সংস্থা প্রাকৃতিক গ্যাস ভোগকারী দেশ ও উত্পাদনকারী দেশ কারো জন্যেই তা সহায়ক হবে না ।
মার্কিন জ্বালানী সম্পদ মন্ত্রী স্যাম ব্রডমান সম্প্রতি এক সেমিনারে বলেছেন , প্রাকৃতিক গ্যাস রপ্তানীকারী কয়েকটি বড় দেশ একচ্ছত্র সংস্থা গঠন করতে চায় , তা আন্তর্জাতিক জ্বালানী সম্পদ বাজারের অবাধ বাজার ব্যবস্থার ক্ষতিগ্রস্ত করবে । এমন প্রতিযোগিতা বিরোধী আচরণ প্রাকৃতিক গ্যাস ভোগকারী দেশ ও উত্পাদনকারী দেশগুলোর জন্য সমস্যার সৃষ্টি করবে । উন্মুক্ত এবং প্রতিযোগিতাপূর্ণ বাজার আন্তর্জাতিক জ্বালানী সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে ।
|