বিশ্বের ২১টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান সূত্রে জানা গেছে, বর্তমানে আবহাওয়া পরিবর্তনের ওপর বিশ্বের বিভিন্ন দেশের লোকজন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
দক্ষিণ আফ্রিকার যৌথ বার্তাসংস্থা বলেছে, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও অষ্ট্রেলিয়াসহ ২১টি দেশ ও অঞ্চলের ১৪ হাজার লোকের ওপর জরীপ চালিয়েছে। সিনোভেট জরীপ কোম্পানি ও বিবিসির যৌথ উদ্যোগে ১১ এপ্রিল এই পরিসংখ্যানের কথা ঘোষণা করেছে।
বর্তমানে বিশ্বে বৃহত্তম সমস্যার সম্মুখীন ৬৭ শতাংশ লোক আবহাওয়া পরিবর্তনের ওপর গুরুত্ব দিচ্ছে। এর পাশাপাশি আবহাওয়া সমস্যা মোকাবিলার বিষয়ে সাক্ষাত্কার দেয়া ৬৬ শতাংশ লোক মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে প্রথম দায়িত্ব পালন করা উচিত।
|