|
|
(GMT+08:00)
2007-04-12 17:36:45
|
সাংহাই বিশ্ব প্রদশর্নীর লক্ষে বিশ্বের সকল চীনাদের কাছ থেকে চীন ভবনের নকশা সংগ্রহ করবে
cri
২০১০ সালের সাংহাই বিশ্ব প্রদর্শনীর সাংগঠনিক কমিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন. বিশ্বজুড়ে চীনাদের কাছে চীন ভবন সম্পর্কিত নকশার সংগ্রহ করা হবে। সাংহাই বিশ্ব প্রদর্শনীর চীন ভবন নির্মানের আয়তন ৪৮ হাজার বগর্কিলোমিটারমধ্যে থাকার কথা। এই ভবনের ভিতরে থাকবে চীনের রাষ্ট্রীয় ভবন, চীনের আঞ্চলিক ভবন এবং হংকং-ম্যাকাও-তাইয়ান ভবন। জানা গেছে, চলতি মাসের শেষ দিক অথর্বা আগামী মে মাসের প্রথম দিকে চীন ভবনের নকশা সংগ্রহের উদ্দেশ্যে বিদেশে বসবাসরত চীনাদের মধ্যে সংগ্রহ কাজ শুরু হবে। চলতি বছরের প্রথমার্ধে নকশার চূড়ান্ত পরিকল্পনা নির্ধারিত হবে। চতুর্থ কোয়াটারে এ ভবনের নির্মান কাজ শুরু হবে। ২০০৯ সালে এর নির্মান কাজ শেষ হবে।
|
|
|