v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-11 20:38:05    
বৃদ্ধদের মানসিক জীবনের উপর গুরুত্ব দেয়ার উদ্যোগ

cri
    সামাজিক উন্নয়ন ও অগ্রগতির সংগে সংগে বিশ্বের অনেক দেশ বৃদ্ধ জনগোষ্ঠী সমস্যার সম্মুখীণ হচ্ছে। লোকসংখ্যার একটি বৃহত শক্তি হিসেবে চীনের বৃদ্ধ জনগোষ্ঠীর অবস্থাও লক্ষ্যণীয় হয়ে উঠেছে । পাশাপাশি বৃদ্ধদের জীবনযাত্রার অবস্থা অধিক থেকে অধিকতর সংখ্যক লোকের দৃষ্টি আকর্ষণ করছে । চীনের রাজধানী পেইচিংয়ের পূর্বদিকে অবস্থিত সান লি থুয়েন পাড়ার কর্মীরা আন্তরিক মনোভাব ও উত্সাহ-উদ্দীপনা নিয়ে বৃদ্ধদের মানসিক জীবনের উন্নতি সাধনের ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন এবং সাফল্য অর্জন করেছেন ।

    চীনের গণ রাজনৈতিক পরামর্শ পরিষদের সাম্প্রতিক বার্ষিক অধিবেশনে বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের প্রাক্তন মন্ত্রী ও চীনের বৃদ্ধ জনগোষ্ঠী উন্নয়ন তহবিল সংস্থার চেয়ারম্যান লি পাও খু বলেছেন ,

    চীন সরকার বৃদ্ধ জনগোষ্ঠীর উপর বিশেষ গুরুত্ব দেয় এবং সরকারী পরিচালনা , সামাজিক অংশগ্রহণ এবং জনসাধারণের পরিচর্যার পথনির্দেশক নীতি উত্থাপন করে । চীনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বার্ধক্য সংক্রান্ত সংস্থা প্রতিষ্ঠিত হয় । চীনে বৃদ্ধদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত আইন এবং এ সম্পর্কিত নীতিও চালু হয় । চীনের কমিউনিস্ট পার্টি ও সরকার বার্ধক্য সংক্রান্ত কাজকর্মের উপর বিশেষ গুরুত্ব দেয় । এ ক্ষেত্রে চীন সরকারের সাফল্যও পৃথিবীর বিভিন্ন দেশের স্বীকৃতি ও প্রশংসা লাভ করেছে ।

    বস্তুত বার্ধক্য সংক্রান্ত কাজকর্ম হচ্ছে একটি দুরুহ ও গুরুত্বপূর্ণ বিষয় । এ কাজ সম্পন্ন করতে হলে অনেকের সম্মিলিত প্রচেষ্টার দরকার হয় । কেমন করে পাড়াগুলোর বৃদ্ধদের পরিসেবা প্রদান করা যায় , এ প্রসংগে পেইচিংয়ের সান লি থুয়েন এলাকার সিন ফু ই ছুন পাড়ার পার্টি কমিটির সম্পাদক চু ইং চিয়ে বলেছেন ,

    পাড়াগুলোর কাজ হচ্ছে সামাজিক কাজকর্মের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি । আমাদের কাজকর্মের মৌলিক ধারণা হচ্ছে আমাদের পাড়ার জনসাধারণ , বিশেষ করে বৃদ্ধদের পরিসেবা প্রদান করা এবং তাদের উপর বিশেষ মনোযোগ দেয়া । চীন সরকার সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার ধারণা উপস্থাপন করেছে বলে ২০০৫ সালে আমরা সম্প্রীতিময় পাড়া গড়ে তোলার শ্লোগান উত্থাপন করেছি । আমরা সম্প্রীতিময় প্রতিবেশীমূলক সম্পর্ক এবং জনসাধারণের জীবনযাত্রা থেকে আমাদের কাজ শুরু করতে চাই । এর ভিত্তিতে আমরা বৃদ্ধদের জন্যে বেশ কিছু কার্যক্রমের আয়োজন করেছি । যেমন আমাদের উদ্যোগে বৃদ্ধদের টেবিল টেনিস সমিতি , নৃত্য দল , কবিতা ও চিত্র সমিতি গঠন করা হয়েছে । আমাদের নানা ধরণের প্রাণচঞ্চল সাংস্কৃতিক কার্যক্রম পাড়ার অধিবাসীদের আকৃষ্ট করেছে । পাড়ার বৃদ্ধরাও সক্রিয়ভাবে এসব কার্যক্রমে অংশ নেন । এভাবে আমাদের কার্যক্রম তাদের শেষ জীবনকে সমৃদ্ধ করে তুলেছে ।

    অবসরপ্রাপ্ত ওয়াং রুং খুয়েন এ সিং ফু ই ছুন পাড়ায় বসবাস করেন । তার বয়স ৭২ বছর হলেও তাঁকে দেখতে তরুণ বলে মনে হয় । তার মানসিক অবস্থাও বেশ ভালো । চীনের জাতীয় গণ কংগ্রেস ও গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সাম্প্রতিক বার্ষিক অধিবেশনে বৃদ্ধদের সম্পর্কিত প্রস্তাব প্রসংগে তিনি বলেছেন ,

    অধিবেশনে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সরকারের কাজকর্ম সম্পর্কে যে প্রতিবেদন দাখিল করেছেন , আমি তার পূর্ণপাঠ শুনেছি । শুনে আমার খুব ভালো লেগেছে । তার প্রতিবেদনে জনসাধারণের জীবনযাত্রার উপর বিশেষ মনোযোগ দেয়া হয়েছে । সাধারণভাবে বলতে গেলে আমাদের দেশের পরিস্থিতি প্রাণবন্ত বিকাশের দিকে চলছে । যেমন প্রতিবেদনে গ্রামাঞ্চলের চিকিত্সা ব্যবস্থা ও শিক্ষা সংস্কারের মত বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে । প্রতিবেদনে বৃদ্ধের জীবনযাত্রার উপর যে আলোচনা করা হয়েছে , তা বাস্তবভিত্তিক ।

    ওয়াং রুং খুয়েন পাড়ায় আয়োজিত বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ণ করে বলেছেন ,

    আমার মনে হয় , আমাদের পাড়া ঠিক একটি বড় পরিবারের মত । বিভিন্ন কার্যক্রম বেশ ভালো । পাড়ার আয়োজিত সংগীত প্রতিযোগিতায়ও আমি অংশ নিয়েছি । প্রতি বছরের আয়োজিত বৃদ্ধদের ক্রীড়া প্রতিযোগিতায়ও আমি সবসময় অংশ নিয়ে থাকি । আমাদের বৃদ্ধদের উদ্যোগে পাড়াভিত্তিক টহলদার দলও গঠিত হয়েছে । আমাদের নিজেদের পাড়ার নিরাপত্তার জন্যে আমরা কিছু অবদান রাখতে চাই । আমার বয়স অনেক বেশি হলেও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার জন্যে আমি নিজের শক্তি নিয়োগ করতে ইচ্ছুক ।

    গত কয়েক বছরের প্রচেষ্টার মাধ্যমে সান লি থুয়েন এলাকার সাংস্কৃতিক কার্যক্রমে সুফল পাওয়া গেছে । এ কার্যক্রমগুলোর মধ্যে " পেইচিং , আমার মাতৃভূমি" নামক পাড়াভিত্তিক নৃত্য দলের পরিবেশিত অনুষ্ঠান সবচেয়ে উল্লেখযোগ্য । তাদের এ অনুষ্ঠান পেইচিং পর্যটন ব্যুরোর উদ্যোগে আয়োজিত পেইচিং রীতিনীতি নামের কার্যক্রম হিসেবে যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হয়েছে । তাদের অনুষ্ঠান যেমন মার্কিন বন্ধুদের জন্যে আনন্দ এনে দিয়েছে , তেমনি পেইচিংয়ের বৃদ্ধদের ভাবমানস প্রদর্শন করেছে । এ অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে সান লি থুয়েন এলাকার পরিচালক সু ওই বলেছেন ,

    গত বছর থেকে পেইচিংয়ের রীতিনীতি নামক অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে শুরু হয় । ২০০৬ সালে পেইচিংয়ের ছিয়াও ইয়াং এলাকার সি বি ডি রাজপথে অনুষ্ঠিত পঞ্চম পেইচিং আন্তর্জাতিক রীতিনীতি উত্সবে "পেইচিং , আমার মাতৃভূমি" নামের নৃত্যনাট্য দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে । ২০০৭ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের হলিউড তারকা পথে আমাদের প্রথম অনুষ্ঠান মঞ্চস্থ হয় । এখানে উল্লেখ করা দরকার যে , হলিউড তারকা পথ এই প্রথমবারের মত বিদেশীদের বেসামরিক তত্পরতার জন্যে খোলা হয়েছে । এতে আমরা খুবই গর্ব বোধ করি । স্থানীয় প্রবাসী চীনা দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখার পর আমাদের হাত ধরে আবেগাপ্লুত হয়ে যান । শুধু তাই নয় , স্থানীয় মার্কিন দর্শকরাও আমাদের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং একের পর এক আমাদের শিল্পীদের সংগে ফটো তোলেন । আমাদের নৃত্য দলের শিল্পীদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ শিল্পীর বয়স ৭২ বছর এবং তাদের গড় বয়স ৫৬ বছরের কাছাকাছি । অথচ মঞ্চে আরোহন করলে তাদেরকে উদ্দীপ্ত ও তরুণ বলে মনে হয় । নারী শিল্পীদের পরা চীনা ঐতিহ্যিক পোষাক - ছি পাও তাদের অভিনয়কে আরো সুন্দর করে তুলেছে । এ কার্যক্রমের মাধ্যমে চীন-মার্কিন জনগণের মধ্যে মৈত্রী ও সমঝোতা আরো জোরদার হয়েছে ।