১১ এপ্রিল চীনের নিজস্ব গবেষণার মাধ্যমে তৈরী সমুদ্র এক নং উপগ্রহ উত্তর চীনের থাই ইউয়ান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে উত্ক্ষেপণ করা হয়েছে । উপগ্রহটি তার পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে ।
চীনের রাষ্ট্রীয় সামুদ্রিক ব্যুরোর একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন , সমুদ্র - এক নং উপগ্রহ সমুদ্রের রং ও পানির তাপমাত্রা জরীপের ব্যাপারে ব্যবহৃত হবে । উপগ্রহটি চীনের সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী সম্পদের উন্নয়ন ও ব্যবহার , সামুদ্রিক বন্দরের নির্মাণকাজ , সমুদ্রের দূষণ তত্ত্বাবধান ও জরীপ এবং বিশ্বের পরিবেশের পরিবর্তন নিয়ে গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে ।
খবরে প্রকাশ , ভবিষ্যতে চীনে সামুদ্রিক উপগ্রহ উন্নয়ন সংক্রান্ত একটি কর্মসূচী চালু করা হবে । এর মধ্যে সমুদ্র- দুই নং উপগ্রহ ২০০৯ সালে উত্ক্ষেপণ করা হবে বলে আশা করা যাচ্ছে ।
|