চীনের গ্রামীণ সংস্কৃতি ও তথ্যের পরিসেবা জোরদার করার ক্ষেত্রে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত চীনের কেন্দ্রীয় সরকার ৩.৪৭ বিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ করবে ।
২০০২ সালে চীনের সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির পরিসেবা জোরদার বিষয়ক একটি কর্মসূচী চালু হয়েছে । এই কর্মসূচী অনুযায়ী বই , ফোরাম , অপেরা , চলচ্চিত্র বিশেষ করে বৈজ্ঞানিক জ্ঞান জনপ্রিয় করে তোলা এবং কৃষি প্রযুক্তির দিক থেকে গ্রামাঞ্চলের চাহিদা মেটানো হবে । এ ছাড়া গ্রামাঞ্চলে টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স এবং সাইবার ক্যাফেসহ বিভিন্ন পরিসেবাও চালু করা হবে ।
বর্তমানে এই কর্মসূচী অনুযায়ী , চীনে একটি রাষ্ট্রীয় পর্যায়ের কেন্দ্র এবং ৩৩টি প্রদেশ ও আঞ্চলিক কেন্দ্রসহ ৬ হাজার ৭ শো পরিসেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে ।
আগামী কয়েক বছরে চীনের মধ্য ও পশ্চিমাংশের বিভিন্ন অঞ্চলের গ্রামাঞ্চলে সংস্কৃতি ও তথ্যের পরিসেবা জোরদার হবে ।
|