আগামী ১৮ এপ্রিল চীনের রেলপথের ষষ্ঠবারের মত গতি দ্রুততর করার কর্মসূচী চালু হবে । পেইচিং-হারবিন ও পেইচিং-শাংহাইসহ বেশ কয়েকটি প্রসিদ্ধ শহরের মধ্যে রেলপথের গতি ঘন্টায় ২ শো কিলোমিটার হবে । এই সব রেলপথের কিছু অংশের গতি ঘন্টায় আড়াই শো কিলোমিটারে দাঁড়াবে বলেও মনে করা হচ্ছে ।
১০ এপ্রিল চীনের রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , ২রা এপ্রিল প্রধান প্রধান রেলপথের গতি দ্রুততর করার জন্য একটি পরীক্ষামূলক অভিযান চালানো হয়েছে । এ থেকে বোঝা যায় , চীনের রেলপথে ষষ্ঠবারের মত গতি দ্রুততর করার জন্য প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে ।
জানা গেছে , রেলপথের গতি ষষ্ঠবারের মত গতি দ্রুততর করার কর্মসূচী চালু করার ফলে প্রধান প্রধান রেলপথের গতি ঘন্টায় ২ শো কিলোমিটার এবং এই সব রেলপথের কিছু অংশের গতি ঘন্টায় আড়াই শো কিলোমিটার হবে । চীনের প্রধান প্রধান রেলপথ যাত্রী ও মাল পরিবহনে ব্যস্ত। এই সব রেলপথে রেল গাড়ির গতি ঘন্টায় ২ শো কিলোমিটারেও বেশি বজায় রাখা সহজ নয় ।
|