২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠানের আগে পেইচিংয়ে যারা বিদেশী ভাষায় বিদেশীদের সঙ্গে আপাততঃ মত বিনিময় করতে পারবেন , তাদের সংখ্যা ৫০ লাখ হবে । এই সংখ্যা নিয়মিত অধিবাসীদের ৩৫ শতাংশ হবে ।
১১ এপ্রিল পেইচিং বৈদেশিক কার্যক্রম সংক্রান্ত কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন , জরীপ অনুযায়ী , গত বছরের শেষ নাগাদ পেইচিংয়ের বিদেশী ভাষাভাষীদের সংখ্যা ছিল ৪৮.৭ লাখ । এই সংখ্যা এই শহরের নিয়মিত অধিবাসীদের ৩০ শতাংশেরও বেশি । তিনি বলেছেন , অধিবাসীদের বিদেশী ভাষার মান উন্নত করা এবং বিদেশী ভাষাভাষীদের সংখ্যা বাড়ানোর জন্য ভবিষ্যতে পেইচিংয়ে বিবিধ ব্যবস্থা নেয়া হবে । আরো বেশি বিদেশী অধিবাসীদের বিদেশী ভাষা পড়ানোর কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে তিনি আশা করেন । তিনি বলেছেন , অলিম্পিক গেমসে প্রয়োজনীয় দোভাষী বিষয়ক চাহিদা মেটানোর জন্য পেইচিংয়ে সরকারী কর্মকর্তা ও পরিসেবা কাজে নিয়োজিত ব্যক্তিদের বিদেশী ভাষা প্রশিক্ষণের কার্যক্রম অব্যাহত থাকবে ।
|