চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র ওয়াং সিনপেই ১১ এপ্রিল পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে জানান , এ পর্যন্ত মোট ৩৬টি দেশ ও অঞ্চলের ১১৪টি শিল্পপ্রতিষ্ঠান ১০১তম কুয়াংচৌ মেলায় অংশগ্রহণ করবে । মেলাটি এ সপ্তাহের শেষ দিকে শুরু হবে ।
জানা গেছে , বিদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী । যে শিল্পপ্রতিষ্ঠানগুলো অংশগ্রহণে সম্মতি জানিয়েছে তাদের মধ্যে হংকং, তাইওয়ান , দক্ষিণ কোরিয়া , মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র তালিকার প্রথম , দ্বিতীয় , তৃতীয় , চতুর্থ ও পঞ্চম স্থানের অধিকারী ।
কুয়াংচৌ বাণিজ্য মেলা চীনের বৃহত্তম এবং দীর্ঘতম একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা । প্রতি বছর বসন্তকাল ও শরত্কালে দুবার করে মেলাটি অনুষ্ঠিত হয় । চীনের বাণিজ্যের ভারসাম্যহীনতা পরিবর্তনেরজন্য ১০১তম কুয়াংচৌ বাণিজ্য মেলায় বিশেষভাবে আমদানী প্রদর্শনী এলাকা খোলা হবে ।এটা বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের জন্য চীনে তাদের পণ্যদ্রব্যবিক্রয় করার সুযোগ সৃষ্টি করবে ।
|