প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে খুশি মন নিয়ে সুন্দর সুন্দর গান শুনবেন।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার ইসলামপুর গ্রামের স্পন্দন রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এস.এম.আব্দুর রহিম আমাদের অনুষ্ঠানে শিল্পী রুনা লায়লার গাওয়া "শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো" নামে গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, চলুন, একসঙ্গে গানটি শুনি।
বাংলাদেশের বগুড়া জেলার টেমা গ্রামের মো: আবু মহসিন প্রাং আমাদের অনুষ্ঠানে আসিফের "অভিনয়" এ্যালবাম এর গান শুনতে চেয়েছেন। কিন্তু আমি দুঃখিত, আসিফের "অভিনয়" এ্যালবাম আমার হাতে নেই। তাই এখন আমরা আসিফের গাওয়া "মন শিকারী মেয়ে" নামে গানটি শুনবো।
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার চটকাতলাদর্শনা গ্রামের মো: জাহাঙ্গীর আলম দুখু আমাদের অনুষ্ঠানে শিল্পী মমতাজের একটি গান শুনতে চেয়েছেন। কিন্তু সম্প্রতি ভূমিকম্পের কারণে আমি বাংলাদেশ বা ভারতের ওয়েব-সাইটে পৌঁছাতে পারি না। আমার হাতে মমতাজের যে কোন এ্যালবাম নেই। তাই এখন আমরা একসঙ্গে ভূপেন হাজারিকার গাওয়া "মানুষ মানুষের জন্য" নামে গানটি শুনবো। আশা করি আপনি পছন্দ করবেন।
বাংলাদেশের গাজীপুর জেলার রেমাশ আন্তর্জাতিক রেতার শ্রোতা সংঘের সভাপতি মো: শহিদুল কায়সার লিমন আমাদের অনুষ্ঠানে শিল্পী নচিকেতার কন্ঠে "তুমি কি আমায় ভালোবাসো"নামে গানটি শুনতে আগ্রহী। কিন্তু, খুব দুঃখিত, আপনার পছন্দের গান আমার হাতে নেই। তাই নচিকেতার আরেকটি সুন্দর গান শোনাচ্ছি। গানের নাম "সে প্রথম প্রেম আমার"।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হলো। আশা করি, আমাদের অনুষ্ঠান আপনাদের সবাইকে আনন্দ দিয়েছে। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কোন গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি আপনাদের পছন্দের গানটি শোনানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে।
|