১০ এপ্রিল বিকেলে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট রো মু হিউনের সঙ্গে সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র বৈঠক হয়েছে ।
বৈঠক উভয় পক্ষ এই মত প্রকাশ করেছে যে , তারা দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চদশ বার্ষিকী ও দু'দেশের বিনিময় বর্ষ উপলক্ষে দু'দেশের বন্ধুত্ব ও সহযোগিতার দিকগুলোকে কাজে লাগিয়ে কৌশল বিনিময়ের ক্ষেত্রকে জোরদার করবে এবং পারস্পরিক কল্যাণ ও সহযোগিতাকে বাড়াবে । এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ককে নিরন্তরভাবে উন্নতির নতুন ধারায় বিকাশকে ত্বরান্বিত করবে ।
বৈঠকে ওয়েন চিয়া পাও দু'দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখা , আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে আরো গভীরে নিয়ে যাওয়া , কর্মকর্তাদের বিনিময় ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সংলাপ ও সহযোগিতা জোরদার করার প্রস্তাবও উপস্থাপন করেছেন ।
|