চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাও ছ্যুন আন ১০ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , চীনে চিকিত্সার মানের ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলের ব্যবধান কমানো এবং কৃষকদের স্বাস্থ্যের উত্কৃষ্টতা বাড়ানোর জন্য গ্রামীণ হাসপাতালের চিকিত্সার মান উন্নত করার একটি কর্মসূচী চালু করা হবে ।
এই কর্মসূচী অনুযায়ী , শহরের হাসপাতালের মাধ্যমে গ্রামীণ চিকিত্সা প্রতিষ্ঠানকে সাহায্য করার ব্যবস্থা গড়ে তোলা হবে , গ্রামাঞ্চলে নিয়মিত পরিসেবার জন্য শহরের চিকিত্সকদের পাঠানো হবে এবং গ্রামীণ হাসপাতালের জন্য উপযুক্ত চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার প্রযুক্তি জনপ্রিয় করে তোলা হবে । এ ছাড়াও শহরের হাসপাতালে প্রশিক্ষণ নেয়ার জন্য গ্রামীণ চিকিত্সকদের বাছাই করা হবে এবং গ্রামাঞ্চলে চলমান চিকিত্সার পরিসেবা চালানোর ব্যবস্থা চালু করা হবে ।
গত দু'বছর ধরে চীনের মধ্য ও পশ্চিমাংশের দরিদ্র অঞ্চলগুলোর প্রায় ২ হাজার হাসপাতালে পরিসেবা প্রদানের জন্য শহরের ১০ হাজারেরও বেশি চিকিত্সককে পাঠানো হয়েছে । তারা স্থানীয় চিকিত্সার মান বাড়ানো এবং কৃষকদের স্বাস্থ্যের সংস্কার করার ব্যাপারে প্রচেষ্টা চালিয়েছেন ।
|