চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১০ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীন নানসা দ্বীপপুঞ্জ ও তার আশেপাশের জলসীমার ওপর রয়েছে অনস্বীকার্য সার্বভৌম অধিকার । অন্য কোনো দেশ এককভাবে এই সাগরীয় অঞ্চলের ওপর কোন তত্পরতা চালালে , তা হবে চীনের ভূভাগের সার্বভৌম ও প্রশাসনিক অধিকারের লঙ্ঘন। তা অবৈধ ও অকার্যকর হবে।
খবরে বলা হয়েছে, ভিয়েতনাম সরকার নানসা দ্বীপপুঞ্জের আংশিক তেল ও গ্যাস প্রকল্পের দরপত্র আহ্বানের পরিকল্পনা নিয়েছে এবং নানসায় তথাকথিত "সংসদ প্রতিনিধিদের" নির্বাচন করবে। ভিয়েতনাম বৃটেনের বিপি কোম্পানির সহযোগিতায় নানসায় প্রাকৃতিক গ্যাস পাইপ লাইন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে।
এ দিন নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ বিষয় সম্পর্কিত সংবাদদাতার এক প্রশ্নের উত্তরে ছিন কাং বলেছেন, নানসায় ভিয়েতনামের ধারাবাহিক নতুন কার্যকলাপ চীন ও ভিয়েতনামের নেতৃবৃন্দগণের সামুদ্রিক সমস্যার ওপর স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ চুক্তির লঙ্ঘন । একই সঙ্গে "দক্ষিণ সাগরের সংশ্লিষ্ট পক্ষের কর্মসূচী ঘোষণা" এর মর্মকেও লঙ্ঘন করেছে। এটা দক্ষিণ সাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য প্রতিকূল। চীন এর উপর গুরুত্বের সঙ্গে মনোযোগ দেবে এবং ভিয়েতনামকে তার কঠোর মনোভাবের কথা জানিয়ে দিয়েছে।
|