চীন ও আসিয়ানের সদস্য দেশের চতুর্থ চীফ প্রকিউরেটরদের সম্মেলন ১০ ও ১১ এপ্রিল ম্যাকাওয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের প্রসঙ্গ ছিল "প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে আন্তঃদেশীয় ও আন্তঃআঞ্চলিক অপরাধ নিমূলীকরণ"।
এবারের সম্মেলনের উদ্যোক্তা ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের অভিশংসক বিভাগ আশা প্রকাশ করে বলেছে যে, এবারের সম্মেলনের মাধ্যমে আসিয়ানের বিভিন্ন দেশের অভিশংসক বিভাগগুলোর বিনিময় ও সহযোগিতা জোরদার হবে , আন্তঃদেশীয় অপরাধ নিমূলীকরণে ফলপ্রসূ ও সুবিধাজনক সহযোগিতার নতুন উপায় অন্বেষণ করা হবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক আইন ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতার বিকাশ ত্বরান্বিত হবে।
উল্লেখ্য যে, ২০০৪ সালে চীন ও আসিয়ানের সদস্য দেশগুলোর চীফ প্রকিউরেইটরদের সম্মেলন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। হংকং ও ম্যাকাও এই দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল চীনের প্রতিনিধিদলের সদস্য হিসেবে সম্মেলনে অংশ নিয়েছে। সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে চীন ও আসিয়ানের বিভিন্ন দেশের অভিশংসক বিভাগগুলোর বিনিময় ও সহযোগিতাকে জোরদার করা।
|