মার্কিন বাহিনীর বাগদাদ দখলের চতুর্থ বার্ষিকীতে ইরাকের দশ হাজারেরও বেশি লোক ৯ এপ্রিল দক্ষিণ ইরাকের নায়াফ ও কুফায় বিক্ষোভ করেছে। তারা মার্কিন বাহিনীকে ইরাক থেকে প্রত্যাহারের দাবী জানিয়েছে।
এবারের বিক্ষোভ মিছিল শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের উদোগ্যে অনুষ্ঠিত হয়।
২০০৩ সালের ৯ এপ্রিল মার্কিন বাহিনী ইরাকের রাজধানী বাগদাদে দখল করে নেয়। বাগদাদের কেন্দ্রে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মূর্তিও ধ্বংস করা হয়েছে। এটি সাদ্দামের ক্ষমতা হারানোর প্রতীক।
|