জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ৯ এপ্রিল জাতিসংঘের নিরস্ত্রিকরণ পর্যালোচনা কমিশনের ২০০৭ সালের বার্ষিক সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফলপ্রসু সহযোগিতা চালানো এবং নিরস্ত্রিকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন।
এদিন বান কি-মুন বলেছেন, ২০০৫ সালে পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তির পর্যালোচনা সংক্রান্ত সম্মেলনে সাফল্য অর্জিত হয়নি বরং নিরস্ত্রিকরণ সংক্রান্ত আলোচনা এক অচলাবস্থার সৃষ্টি করেছে। ২০০৬ সালে হালকা অস্ত্র পর্যালোচনা সম্মেলনের ফলাফলও ভালো নয়। তাই নিরস্ত্রিকরণের ব্যাপারে কোন অগ্রগতি অর্জিত হয়নি। তিনি জোর দিয়ে বলেছেন, এই সমস্যা সমাধান সম্পর্কে বিভিন্ন পক্ষের গুরুত্ব ,সমঝোতা ও সহযোগিতা করা দরকার। বহু পক্ষীয় সহযোগিতার মাধ্যমে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারকে ফলপ্রসুভাবে দমন করতে হবে।
বান কি মুন আশা করেন, নিরস্ত্রিকরণ পর্যালোচনা কমিশন ২০১০ সালের পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তির পর্যালোচনা সম্মেলনের প্রস্তুতি কমিটির অধিবেশনে নিরস্ত্রীকরণের ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নিতে পারবে। যার ফলে নিরস্ত্রিকরণ ও পারস্পরিক অস্ত্র অবিস্তারের বিষয়ে অগ্রগতি অর্জনের ত্বরান্বিত করা যায়।
|