|
 |
(GMT+08:00)
2007-04-10 17:24:13
|
 |
ইরান তার পারমাণবিক জ্বালানী উত্পাদনের ক্ষমতা বাড়ানোয় বিশ্ব সম্প্রদায়ের নিন্দা
cri
ইরান জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে না চলে তার পারমাণবিক জ্বালানী উত্পাদনের ক্ষমতা বাড়াচ্ছে বলে ৯ এপ্রিল জাতি সংঘ মহা সচিব বান কি মুন এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ নিন্দা করেছেন। জাতি সংঘ মহা সচিব বান কি মুন ইরান সরকারকে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট সিদ্ধান্তকে কার্যকর করে আলোচনার মাধ্যমেপরমাণু সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সীন ম্যাককম্যাক বলেছেন, ইরানের পারমাণবিক জ্বালানী উত্পাদনের ক্ষমতা বাড়ানো হল জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বিরোধী আচরন। পাশাপাশি তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক পদ্ধতিতে ইরানের পরমাণু সমস্যা সমাধানের পক্ষপাতি। রাশিয়ার দুমার আন্তর্জাতিক বিষয়ক কমিশনের চেয়ারম্যান কনস্টানটিন কোসাছেফ বলেছেন, পারমাণবিক জ্বালানী উত্পাদনের ক্ষমতা বাড়ার ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যে বক্তৃতা দিয়েছেন তা হল বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি উস্কানি। তিনি এও বলেছেন, বিশ্ব সম্প্রদায়কে রাজনৈতিক পদ্ধতিতে ইরানের পরমাণু সমস্যা নিষ্পত্তির উপায় খুঁজে বের করতে হবে। তা ছাড়া, একই দিন জার্মানী ও ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের নিন্দা জ্ঞাপন করেছে। উল্লেখ্য, ৯ এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহদিনেজাদ জানিয়েছেন, ইরানের 'শিল্প সংক্রান্ত' পরমাণু জ্বালানী উত্পাদনের ক্ষমতা আছে।
|
|
|