|
 |
(GMT+08:00)
2007-04-10 17:09:05
|
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন
cri
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রো মু হিউনের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১০ এপ্রিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল পৌঁছে তাঁর আনুষ্ঠানিক দক্ষিণ কোরিয়া সফর শুরু করেছেন। ।এ বছর হল চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী এবং ' চীন-দক্ষিণ কোরিয়া বিনিময় বর্ষ"। বিমান বন্দরে একটি লিখিত ভাষণে তিনি বলেছেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতার দ্রুত উন্নতি হয়েছে। ওয়েন চিয়া পাও বলেছেন, দু'দেশের মধ্যে সার্বিক সহযোগিতা সংক্রান্তঅংশীদারী সম্পর্ককে ক্রমাগতভাবে সুসংবদ্ধ ও বিকশিত করা চীন সরকারের অবিচল নীতি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করা, পারষ্পরিক উপকারিতামূলক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর এবারের দক্ষিণ কোরিয়া সফরের প্রধান লক্ষ্য। তিনি আশা করেন, দু;পক্ষের যৌথ উদ্যোগে তার এবারের সফর দু'দেশের সার্বিক সহযোগিতাপূর্ণ অংশিদারী সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
|
|
|