v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-09 22:00:10    
৩---৯ এপ্রিল, ২০০৭

cri
    ** দক্ষিণ আফ্রিকার কাছে এই বাংলাদেশ নতুন। বাংলাদেশের কাছে এই দক্ষিণ আফ্রিকাও। কালকের আগে এই দু দলের ওয়ানডে ইতিহাসে লেখা ছিল শুধুই বাংলাদেশের অসহায় আত্নসমর্পণের গল্প। ৭টি ওয়ানডেতে বাংলাদেশ দু শ পেরিয়েছে মাত্র একবার। যেটিতে খুব ভালো করেছে, সেটিতেও হিরতে হয়েছে ৮৩ রানে। এত দিন বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকা ছিল শুধুই এক বিভীষিকার নাম। শনিবার উল্টো বাংলাদেশই বিভীষিকা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার জন্য।

    বাকি সব সাফল্য পেছনে ফেলে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচও বলতে হবে এই গায়ানা মহাকাব্য কেই। সেটি শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয় বলে নয়। সেটি শুধু দক্ষিণ আফ্রিকা বিশ্বের এক নম্বর দল বলে নয়। এই জয় পুরো বিশ্বকাপকে কাঁপিয়ে দিয়েছে বলেও নয়। সেরা ম্যাচ-এত দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যে চেহারা দেখা যেত, কাল দক্ষিণ আফ্রিকারই সেই চেহারা বানিয়ে দেওয়ার কারণে।

    গত তিন বছরে দৈত্য বধ করাটাকে অভ্যাসই বানিয়ে ফেলেছে বাংলাদেশ। ভারত, অস্ট্রেলিয়া,শ্রীলঙ্কা...এই বিশ্বকাপে এসে আবার ভারত-কিন্তু এর কেনোটিতেই পরাক্রান্ত প্রতিপক্ষকে এমন নাস্তানাবুদ করে জেতা হয়নি। কোনোটিতেই ম্যাচের আনুষ্ঠানিক সমাপ্তির অনেক আগেই বাংলাদেশের জয় পাওয়াটা শুধুই আনুষ্ঠানিকতা হয়ে যায়নি।

    এই বিশ্বকাপকে চমকে দিয়েছে বাংলাদেশ, চমকে দিয়েছে পুরো বিশ্বকেই। কিছুটা হয়তো নিজেদেরও। হ্যাঁ, সুপার এইটে উঠেই আরও দু-একটা আপসেট ঘটানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচের দুঃস্থতি মুছে দিয়েছিল সেই আত্মবিশ্বাস।

    চার শর বেশি রানও যারা তাড়া করে ফেলে, সেই দক্ষিণ আফ্রিকাকে ১৮৪ রানে অলআউট করে দেওয়াটা বোলারদের বড় কৃতিত্ব, সেটি বোধ হয় না বললেও চলে। বিপজ্জনক স্নিথকে আউট করে রাসেল দিলেন ব্রেক থ্রু, এরপর স্পিনের মায়াজালে জড়িয়ে হাঁসফাঁস করলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা।

    ভারতের বিপক্ষে বোলারদের এগিয়ে নেওয়া কাজটা শেষ করেছিলেন ব্যাটসম্যানরা। আর শনিবার ব্যাটসম্যানদের গড়ে দেওয়া ভিত্তিতে দাঁড়িয়েই তাঁদের জয়োত্সব। ব্যাটসম্যানদের না বলে শুধু মোহাম্মদ আশরাফুলেরও বলতে পারেন। আফতাব করেছেন ৩৫, কেম্পের বলে পরপর দুটি ছক্কা মেরে তিনিই প্রথম দিয়েছেন যুদ্ধের ঘোষণা। রান আড়াই শ পেরিয়ে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডে অবদান আছে মাশরাফির ১৬ বলে ২৫ রানেরও। কিন্তু শেষ পর্যন্ত ফুল-মালা যা-ই দেন, তা দিতে হবে মোহাম্মদ আশরাফুলকেই। ৮৩ বলে ৮৭ রানের যে ইনিংসটি খেলেছেন, সেটি আবার নতুন করে মনে করিয়ে দিয়েছে আশরাফুল যেদিন খেলেন, সেদিন বিশ্বের কোনো দলই আর অজেয় থাকে না। অস্ট্রেলিয়াও থাকেনি, দক্ষিণ আফ্রিকাও থাকল না। (প্রথম আলো)

   **   জলবায়ুর পরিবর্তনে বিপর্যয়ে পড়বে এশিয়ার ১০০ কোটি মানুষ

    বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে এশিয়ার ১০০ কোটিরও বেশি লোক বড় ধরনের বিপর্যয়ের  সম্মুখীন হতে পারে। ব্রাসেলসে  বৈশ্বিক উষ্ণতাবিষয়ক এক সম্মেলনে গত শুক্রবার বিশেষজ্ঞরা এ কথা বলেন।

    জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। জাতিসংঘের আবহাওয়া পর্যবেক্ষণসংক্রান্ত কমিটি ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) তাঁদের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশহিসেবে দ্বিতীয়বারের মতো এ প্রতিবেদন প্রকাশ করল ।

    প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ুর পরিবর্তনে ইতিমধ্যে সারা বিশ্বে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। আরও বিপর্যয়ের কারণে এশিয়া অঞ্চলে পানি সংকট, ক্ষুধা বৃদ্ধি ও নদীগুলোর স্বাভাবিক গতি কমে যাবে। ভারত এই বিপর্যয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে।

    ব্রাসেলসে আইপিসিসির এই সম্মেলনে বিশ্বের ১০০টির বেশি দেশের বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা সম্মেলনে জলবায়ু পরিবর্তনের এই বিপর্যয় রোধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন।

    আইপিসিসির গবেষণা দল ২-এর কো-চেয়ারম্যান ড. মার্টিন পেরি বলেন, 'এবারের প্রতিবেদনে দেখা গেছে জলবায়ুর পরিবর্তন পশুপাখি, গাছপালা ও পানির ওপর সরাসরি প্রভাব ফেলবে। প্রথমবারের মতো আমরা অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য গবেষণার বিশ্লেষণে ব্যবহার করেছি।

    প্রতিবেদনে বলা হয়, হিমালয়কে নিয়ে সবচেয়ে বড় সমস্যা দেখা দেবে। কারণ ৩০ বছরের মধ্যে হিমালয়ের যাবতীয় হিমবাহের পাঁচ ভাগের চার ভাগই গরমে গলে যাবে। পাঁচ লাখ বর্গকিলোমিটারের বরফের এলাকা কমে এক লাখ বর্গকিলোমিটার হয়ে যাবে। এমনকি বাংলাদেশে বিপর্যয় নিয়ে আশঙ্কা করা হয়েছে। বিপর্যয়ের কারণে বাংলাদেশের মানুষ ভারতে আশ্রয় নেবে। (প্রথম আলো)

   ** ইরান-পাকিস্তান-ভারত পাইপলাইন প্রকল্পে মার্কিন বিরোধিতা পুনর্ব্যক্ত

    মার্কিন যুক্তরাষ্ট্র ভারত উপমহাদেশে গ্যাস আনতে ৭শ কোটি মার্কিন ডলার ব্যয়ে ইরান-পাকিস্তান-ভারত(আইপিআই)পাইপলাইন প্রকল্পে তাদের আপত্তি পুনর্ব্যক্ত করেছে। তবে তারা ইসলামাবাদের জ্বালানি সংকট কাটাতে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্ত বলে জানিয়েছে।

    মার্কিন জ্বালানি বিশেষজ্ঞ ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট(ইউএসএইড)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা গর্ডন ডবিউ ওয়েইনান্ড সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। দুসপ্তাহব্যাপী পাকিস্তান সফররত ওয়েইনান্ড বলেন, "জ্বালানি সংকট রিরসরে আগামী তিন বছর পাকিস্তানের জন্য খুবই কঠিন ও চ্যালেঞ্জিং হবে। আর এজন্য আমরা ইসলামাবাদকে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্ত। ওয়েইনান্ড বলেন,যুক্তরাষ্ট্র মধ্য এশিয়া বিশেষ করে তাজিকিস্তান থেকে বিদ্যুত্ আমদানিতে পাকিস্তানকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন,তাজিকিস্তান থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুত্ আমদানিতে বিশ্ব ব্যাংক পাকিস্তানকে আর্থিআ সহায়ত। দেবে এবং এশিয় উন্নয়ন ব্যাংক কারিগরি সহায়তা বাড়াবে। (দৈনিক আমাদের সময়)

    ** পাকিস্তানের শুক্রবার মাদ্রাসাবিরোধী বিক্ষোভ হয়েছে। ইসলামাবাদে প্রায় ৬শ' মানবাধীকার কর্মী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা একটি মাদ্রাসার বিরুদ্ধে সোগান দেন এবং ওই মাদ্রসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সম্প্রতি ইসলামাবাদে জামিয়া হাফসা নামের একটি বিখ্যাত মাদ্রাসার ছাত্রিরা এক মহিলা ও তার দুই সহযোগীকে অপহরণ করে আটকে রাখে। তারা একটি পতিতালয় চালাত বলে ছাত্রিরা অভিযোগ করে। ওই মহিলা পতিতালয় বন্ধের মুচলেকা দেয়ার পর ছাত্রিরা তিকে ও তার দুই সহযোগীকে ছেড়ে দেয়। দৃশ্যত ওই ঘটনার প্রতিবাদেই শুক্রবার মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করে। মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন,মাদ্রাসা শিক্ষার্থীরা ইসলামের নামে জনগণকে নাজেহাল করে এবং সাধারণ মানুষকে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে উস্কানি দেয়। এদিকে পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা আবদুল আজিজ বলেছেন, তারা ইসলামাবাদের প্রতিটি মসজিদে তালেবান স্টাইলে শরিয়া আদালত চালু করবেন। রাজধানীর লাল মসজিদে ইতিমধ্যেই শরিয়া আদালত প্রতিষ্ঠা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো অন্যত্র ছড়িয়ে দেয়া হবে। সরকার শরিয়া আইন প্রয়োগ না করায় তারা এ ব্যবস্থা নিয়েছেন বলে তিনি জানান। তার অনুসারীরা গতকাল কয়েক হাজার ভিডিও ও সিডি ক্যাসেট জ্বালিয়ে দেয়। (যুগান্তর)

    ** আগামী জুনে নেপালে নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। কিছু কিছু এলাকায় নিরাপত্তা ঘাটতির কারণে নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করা কঠিন হবে বলে শুত্রুরা নেপালের শীর্ষ নির্বাচনী কর্মকর্তা এ কথা জানান। আগামী ২০ জুন নেপালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ভূরাজ পোখরেল বলেছেন। নির্বাচন আয়োজনের জন্য আমাদের আরো কিছু সময় প্রয়োজন। তিনি বলেন,সুষ্ঠু নির্বকচনের জন্য তিনটি বিষয় নিশ্চত হওয়া দরকার-নিরাপত্তা রাজনৈতিক বোঝাপাড়া ও প্রযুক্তিগত প্রস্ত্ততি। কিন্তু এগুলো আমাদের নেই।

    ** মানুষখেকো পিরানহা আর কুমিরের মতো ভয়ংকর সব প্রাণীর সঙ্গে যুদ্ধ করে প্রথমবারের মতো দক্ষিণ আমোরিকার সুদীর্ঘ আমাজান নদী সাঁতরে পাড় হয়েছেন সোভানিয়ার মারটিন স্ট্রেল(৫২)। নদীটির পুরো দৈর্ঘ্য ধরে সাঁতরানো প্রথম ব্যক্তি তিনি। ৬৬ দিনে ৫ হাজার ২৬৫ কিলোমিটির পথ পাড় হয়ে শনিবার রিওডি জেনিরোর উওরে বেলেমে পৌঁছেন স্ট্রেল।"মত্স্য মানব" নামে পরিচিত স্ট্রেল এ সময় ক্লন্তিতে ভেঙে পড়ছেলেন। সেই সঙ্গে আক্রান্ত-হন বমি বমি ভাব,মাথা ধরা ,সানস্টোক আর ডায়রিয়ায়। এভাবে দুঃসাহসী নদী পাড়ি দেয়ার এটাই তার প্রথম ঘটনা নয়। এর আগে একইভাবে মিসিসিপি,ইয়াংজি ও দানিয়ুবের দৈর্ঘ্য ধরে সাঁতরেছেন তিনি। (যুগান্তর)