চীনের আন্তর্জাতিক মর্যাদা উন্নত করা ও বৈদেশিক বিনিময় অব্যাহতভাবে সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বহু দেশে চীনা ভাষা শিক্ষার প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। যেমন পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় ধাপে ধাপে চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়েছে।
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের লাকোসের একটি বিদেশী ভাষা প্রশিক্ষণ স্কুলে চীনা ভাষার ওপর কোর্স চলছে। চীন থেকে আসা শিক্ষিকা সুনের পরিচালনায় দশ জনেরও বেশি ছাত্রছাত্রী গত পাঠের বিষয়বস্তু আবারও মুখস্ত করছে।
নাইজেরিয়ার ছাত্রছাত্রীরা চীনা ভাষার ছড়া আবৃত্তি করতে চাইলে তা খুব কঠিন ব্যাপার হবে।
শিক্ষিকা সুন চীনে বসবাসের সময় এক উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করতেন। এখন কারণ তাঁর স্বামী নাইজেরিয়ায় চাকরি পেয়েছেন। তাই তিনি দেশের চাকরি ত্যাগ করে স্বামীর সঙ্গে নাইজেরিয়ায় এসেছেন। বর্তমানে তিনি তিনটি স্কুলে চীনা ভাষা শিক্ষা দেন। লাকোসের এই বিদেশী ভাষা প্রশিক্ষণ স্কুল---লেক্কি স্কুল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
শিক্ষিকা সুন বলেছেন, লেক্কি স্কুল ও নাইজেরিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির যৌথ উদ্যোগে এই চীনা ভাষার ক্লাস চালু হয়েছে।
চীনা ভাষা ক্লাসের প্রতিষ্ঠাতারা মনে করেন, চীন - আফ্রিকান সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত হওয়ার আগে চীন ও আফ্রিকার মধ্যে বিনিময় আরো বেশি হবে। তাই তাঁরা আশা করেন, নাইজেরিয়ার জনগণ চীন ও চীনের সংস্কৃতিকে আরো বেশি জানতে পারবে। তাঁরা আশা করেন, নাইজেরিয়ার জনগণ চীনা ভাষা শিক্ষার মাধ্যমে একটি নতুন ভাষা শিখতে পারবে। যদিও চীনা ভাষা শিক্ষা একটি কঠিন কাজ। তবে তাঁদের আগ্রহ খুব বেশী।
শিক্ষিকা সুন বলেছেন, এখন চীনা ভাষা শেখা লোকের সংখ্যা আরো বাড়ছে। গত সপ্তাহে একটি স্থানীয় ব্যাঙ্কের আমন্ত্রণে তিনি একটি মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন। কারণ এই ব্যাঙ্কে কর্মী নিয়োগের যোগ্যতা হচ্ছে চীনা ভাষা বলতে ও লিখতে পারা ।
চীনা ভাষা ক্লাসের ছাত্রছাত্রীরাও চীনা ভাষার প্রতি খুব আগ্রহী। তারা মনে করে, চীনা ভাষা শিখা খুব প্রয়োজন।
বিশ্ব ক্রমে ক্রমে ছোট হয়ে আসছে। তাই তোমাকে আরো বেশি জ্ঞানার্জন করতে হবে। ব্যাঙ্কে আমার বিভাগ বিভিন্ন দেশের ক্রেতাদের পরিসেবা দেয়। চীনারা নাইজেরিয়ায় প্রভাব অব্যাহতভাবে সম্প্রসারণ করছে। তাই তাঁদের সঙ্গে বিনিময় করা এবং ভালো সম্পর্ক বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি, চীনা ভাষা খুব মজা।
চীনের অর্থনীতি দ্রুত উন্নত হচ্ছে। তাই চীনের সঙ্গে আমাদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করা উচিত। এটি হচ্ছে আমার চীনা ভাষা শিক্ষার প্রধান কারণ। এর পাশাপাশি আমার ব্যাঙ্কে বহু চীনা ক্রেতা আছে। আমি আশা করি, তাঁদের সঙ্গে এখন সুষ্ঠুভাবে মত বিনিময় করতে পারি। পরবর্তীতে আমি চীনে গিয়ে চীনাদের সঙ্গে চীনা ভাষার মাধ্যমে বিনিময় করতে পারবো।
লেক্কি স্কুলের উপাচার্য মাদাম হোমো আমাদের সংবাদদাতাকে স্কুলের অবস্থা ও চীনা ভাষার ক্লাস চালু করার লক্ষ্য ব্যাখ্যা করেছেন।
চীনা ভাষার ক্লাস চালু করার কারণ হচ্ছে, আমরা মনে করি, বিশ্বের একীকরণ ঘটছে। দীর্ঘ স্বার্থের কথা বিবেচনায় আমরা মনে করি, বিশ্বে বাণিজ্যিক ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে। বর্তমানে চীনের সঙ্গে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের বাণিজ্যিক সহযোগিতা বেড়ে চলেছে।
|