v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-09 20:58:47    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৪/৯

cri

 চীন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জনবহুল একটি দেশ। জনসংখ্যা আর অর্থনীতি ও সমাজের সুষম উন্নয়ন ত্বরান্বিতের জন্য চীন সরকার বহু ব্যবস্থা নিয়েছে এবং সংশ্লিষ্ট সব নীতি প্রণয়ন করেছে। এই ব্যবস্থা ও নীতি প্রণয়নের প্রক্রিয়ায় চীন সরকার সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত ও প্রস্তাব গ্রহণের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কিছু দিন আগে অনুষ্ঠিত চীনের জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক সেমিনারে চীনের অনেক বিশেষজ্ঞ জনসংখ্যা ক্ষেত্রের নানা উষ্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। ৯ এপ্রিল বিজ্ঞান বিচিত্রা আসরে আমরা এবারের সেমিনার সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো। শুনতে ভুলবেন না।

 সামাজিক উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে সঙ্গে বিশ্বের অনেক দেশ বৃদ্ধ জনগোষ্ঠী সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছে। লোকসংখ্যার একটি বৃহত্ অংশ হিসেবে চীনের বৃদ্ধ জনগোষ্ঠীর অবস্থাও লক্ষণীয় হয়ে উঠেছে। চীনের রাজধানী পেইচিংয়ের পূর্ব দিকে অবস্থিত সান লি থুয়েন পাড়ার কর্মীরা আন্তরিক মনোভাব ও উত্সাহ-উদ্দীপনার সঙ্গে বৃদ্ধদের মানসিক জীবনের উন্নতি সাধনের ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন এবং উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করেছেন। ১১ এপ্রিল সমাজ দর্পন আসরে শি চিং উ পেইচিংয়ের বৃদ্ধদের মানসিক জীবন সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করবেন।

 চীনে ৮০ কোটি কৃষক রয়েছে। তাদের স্বাস্থ্য সমস্যা দেশের একটি মূল সমস্যা বলে মনে করা হয়। কিন্তু চীনের শহর ও গ্রামাঞ্চলের মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভারসাম্যহীনতা বিদ্যমান। সুতরাং , গ্রামাঞ্চল বিশেষ করে পশ্চিম চীনের গ্রামাঞ্চলে চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার মান বরাবরই অনুন্নত ছিল এবং এই ক্ষেত্রের ব্যবস্থাগুলো পিছিয়ে থাকার পাশাপাশি এ সব অঞ্চলে চিকিত্সকেরও অভাব ছিল। কৃষকরা অর্থাভাবের কারণে চিকিত্সা গ্রহণ করতে অক্ষম ছিল। গত কয়েক বছরে এই সব অঞ্চলের গ্রামীণ চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অর্থ বরাদ্দ ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। ১৩ এপ্রিল সেই গ্রাম এই জীবন আসরে চীনের ছুংছিং শহরের গ্রামাঞ্চলের চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানানো হবে।

 বন্ধুরা, ১৯৯৭ সালের ৩০ জানুয়ারী চেচিয়াং প্রদেশের ই উ শহর থেকে সেনচেনগামী বিমানে একজন বিশেষ যাত্রীর প্রতি এয়ার হোস্টেস প্রধান হো সিয়াও লুর দৃষ্টি আকৃষ্ট হয়। কারণ, এ যাত্রী তখন একজন গর্ভবতী ছিলেন। এই যাত্রীর একটি মেয়ের জন্ম হয় ওই বিমানে। ১০ বছর পর সংবাদদাতা মেয়েটির মাকে খুঁজে বের করে তাঁকে জানালেন, তার মেয়ে আজীবন বিনাখরচে বিমান যোগে ভ্রমণ করতে পারবে। কথাটা শুনে মেয়েটির মা অত্যন্ত খুশি হলেন। বন্ধুরা, ১৩ এপ্রিল কন্যা জায়া জননী আসরে চুং শাও লি এ গল্পটিই আপনাদের শোনাবেন।

 বসন্ত উত্সব হচ্ছে থু জাতির একটি সবচেয়ে প্রাণোচ্ছ্বল ও আড়ম্বরপূর্ণ উত্সব। তারা বসন্ত উত্সবকে নববর্ষ বলে মনে করেন। হান জাতির মতো বসন্ত উত্সবেও থু জাতির লোকেরা যেমনি গানে মও হন তেমনি নৃত্যেও তারা থাকেন পরিচ্ছন্ন পরিবেশনার মধ্যে উদ্যাম। স্থানীয় রেওয়াজ অনুযায়ী, থু জাতির লোকজনের প্রতি দিনই গান গাওয়া প্রয়োজন। ১৪ এপ্রিল ওরা অনন্য আসরে থান ইয়াও খাং চীনের থু জাতির গ্রামে গ্রামবাসীদের বসন্ত উত্সব উদযাপন সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই বন্ধুরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।