v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-09 19:37:35    
পেইচিং শহর অলিম্পিক গেমসের আয়োজনের প্রস্তুতের উপলক্ষে নিজের ক্রীড়া পরিসেবার ব্যবস্থা উন্নয়ন করে

cri

    ২০০৭ সাল হল পেইচিং অলিম্পিক গেমস প্রস্তুতের মূল্য বছর। অলিম্পিক গেমস ২০০৮'র প্রস্তুত কাজের মাধ্যমে নাগরিকদের ক্রীড়া উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। পেইচিং শহরের সরকার আশা করে এ সুযোগ ধরে পেইচিং শহরের ক্রীড়া পরিবেবার ব্যবস্থা জোরদার করবে। যাতে পেইচিং শহরের নাগরিকদেরকে আরো সুবিধা ও সুষ্ঠু ক্রীড়া পরিসেবা সরবরাহ করা যায়। সেজন্য, পেইচিং শহরের ক্রীড়া ব্যুরো সম্প্রতি একধারাবাহিক ব্যবস্থা প্রকাশ করেছে। এখন শোনেন এ সম্বন্ধে একটি প্রতিবেদন।

     ২৮ ফেব্রুয়ারী, পেইচিং ক্রীড়া ব্যুরো পেইচিং অলিম্পিক গেমসের তথ্য কেন্দ্রে পেইচিং গণ ব্যায়াম বিষয়ক এক তথ্য জ্ঞাপন সভা আয়োজন করেছে। সভায় পেইচিং ক্রীড়া ব্যুরোর উপপরিচালক সুন স্যুনছাই বলেছেন, ২০০৭ সালে পেইচিং সরকার নাগরিকদের জন্য আরো সুষ্ঠু এবং বেশি ক্রীড়া স্থাপত্য নির্মাণ, আরো বৈচিত্র্যময় ক্রীড়া তত্পরতা সংগঠন ও আরো সুষ্ঠু অলিম্পিক গেমসের পরিবেশ প্রতিষ্ঠা করবে। তিনি বলেছেন, এখন পর্যন্ত পেইচিংয়ে ২১টি কোমিউনিটিতে চমত্কার ক্রীড়া স্থাপত্য আছে। আরো বেশি নাগরিকরা ক্রীড়া এনে দেয়া আনন্দ উপভাগ করতে পারেন।

    ২০০৭ সালে পেইচিং শহরে 'অলিম্পিক গেমসের মূল্য বছরে ক্রীড়া ও সাংস্কৃতি তত্পরতা' নামক প্রায় ১১টি বিরাট গণ ব্যায়ামের তত্পরতা আয়োজিত হবে। এর মধ্যে টেবল টেনিস, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিংটন প্রতিযোগিতা এবং ড্রাগন ডান্স ও লিওন ডান্সসহ বিভিন্ন চীনের ঐতিহ্যিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। অংশগ্রহণকারী হবেন পেইচিং শহরের নাগরিকরা, পেইচিংয়ে কাজ করা অন্য অঞ্চলের নাগরিকরা, প্রতিবন্ধী ও বিভিন্ন মহলের ব্যক্তিরা। পেইচিং ক্রীড়া ব্যুরোর মহাপরিচালক সুন খাংলিন বলেছেন, যদি সবগুলো প্রতিযোগিতা সুষ্ঠুভাবে চলবে, তাহলে এরমধ্যে টেবল টেনিস প্রতিযোগিতা থিয়ানআনমেন মহাচত্বরে আয়োজিত হবে। এটি হল বিশ্বে ইতিহাসে বৃহত্তম টেবল টেনিস প্রতিযোগিতা হবে।

    ঘন ঘন ক্রীড়া পরিবেশ এবং পেইচিং নাগরিকদের ক্রীড়ার উত্সাহ সৃষ্টির জন্য ২০০৭ সালে পেইচিংয়ে বিশ্ব স্নুকার চীন ওপেন, মার্কিন এনএফএল পেশাতগ পিগস্কিন পরিবেশিত প্রতিযোগিতা, পেইচিং কুওআন ক্লাব-স্পেন বার্সেলোনে ক্লাব মৈত্রী ফুটবল প্রতিযোগিতা, চীন টেনিস ওপেন, মার্কিন এনবিএ'র নির্বাচিত প্রতিযোগিতাসহ ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজিত হবে। পেইচিং নাগরিকরা অনেক আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা দেখতে পারবেন। এরমধ্যে কোনো কোনো প্রতিযোগিতা পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়ামে আয়োজিত হবে। এটি হবে অলিম্পিক গেমস ২০০৮'র স্টেডিয়ামগুলোর পরীক্ষা। এরমধ্যে বিশ্ববিখ্যাত্ বার্সালোনে ক্লাব-পেইচিং কুওআন ক্লাব ফুটবল প্রতিযোগিতার ওপর ব্যাপক ফুটবলপ্রেমীর দৃষ্টি আকর্ষণ করা হয়। এ প্রতিযোগিতা সম্বন্ধে সুন কাংলিন বলেছেন,

    'আমি গত সপ্তাহে বার্সেলোনেতে বার্সেলোনে ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর কেরেছি। ৩ বা ৫ আগষ্ট বার্সেলোনে ক্লাব পেইচিংয়ে এসে কুওআন ক্লাবের সঙ্গে এক প্রতিযোগিতা করবে। এটি নির্ধারিত হয়েছে। বিস্তারিত স্থান প্রাথমিক শ্রমিক স্টেডিয়াম নির্ধারিত হয়। বর্তমানে অলিম্পিক গেমস ২০০৮'র জন্য শ্রমিক স্টেডিয়ামের রুপান্তর হচ্ছে। আমরা অলিম্পিক পরিকল্পনার পরিচালনা কার্যকরের সঙ্গে যোগাযোগ করছি, এ প্রতিযোগিতার আগে রুপান্তর সম্পন্নের চেষ্টা করবো। কারণ এ বছরে আরেকটি মার্কিন এনএফএল পেশাতগ পিগস্কিন পরিবেশিত প্রতিযোগিতাও এ স্টেডিয়ামে আয়োজিত হবে।'

    ক্রীড়া ও সংস্কৃতি নাগরিকদের জীবনযাত্রার সঙ্গে মিল হওয়া এবং তাঁদেরকে আরো বেশি ও পেশাতগ ক্রীড়া জ্ঞান প্রশিক্ষণের জন্য ২০০৭ সালে পেইচিং সরকার নাগরিকরা উত্কৃষ্ট খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে। জুলাই মাসে 'পেইচিং নাগরিক ক্রীড়া স্টারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ' নামক একটি তত্পরতা আয়োজিত হবে। পেইচিং ক্রীড়া ব্যুরোর মহাপরিচালক সুন খাংলিন বলেছেন, 'আমরা জুলাই থেকে বিশেষ করে কোনো কোনো প্রাথমিক ও হাইস্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের অনুশীলন কেন্দ্রে গিয়ে পরিদর্শন করবে। সঙ্গে সঙ্গে আমরা বিখ্যাত্ খেলোয়াড়দেরকে পাঠিয়ে এসব ছাত্রছাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করবে। এরমাধ্যমে আমাদের খোলোয়াড়দের আদম্য ও উদ্যোগী মনোভাব এবং নাগরিকদের মধ্যে ক্রীড়া প্রযুক্তি প্রচারিত হবে। যাতে প্রতিযোগিতা ক্রীড়া ও নাগরিকদের ক্রীড়ার সমঝোতা উন্নয়ন করা যায়।'

    খবরে প্রকাশ, পেইচিং নাগরিকরা ব্যায়ামের ক্ষেত্রে আরো সুবিধা সরবরাহের জন্য পেইচিং ক্রীড়া ব্যুরো গণ ব্যায়াম কার্ড প্রকাশ করবে। এ কার্ড দিয়ে পেইচিং নাগরিকরা পেইচিং শহরের যেকোন ব্যায়াম ক্লাবে ব্যায়াম করতে পারবেন। সুন খাংলিন বলেছেন, 'পেইচিং ক্রীড়া বিনোদন সমিতির এক বিশেষ সম্মেলনে গণ ব্যায়াম কার্ডের সমস্যা নিয়ে গবেষণা করা হয়েছে। নাগরিকরা একই কার্ড দিয়ে বিভিন্ন ক্লাবে ব্যবহার করবেন। এটি সময় ও পুঁজি সাশ্র করা হবে। আমরা এ কার্ড প্রকাশের চেষ্টা করছি। আরো বেশি সময় প্রয়োজনীয়।'