চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৯ এপ্রিল বলেছেন , চীনের কেন্দ্রীয় সরকার অব্যাহত ও দৃঢ়ভাবে এক দেশ দুই সমাজ ব্যবস্থা , হংকংবাসীদের মাধ্যমে হংকংকে পরিচালনা ও হংকংয়ে ব্যাপক স্বশাসন বাস্তবায়নের নীতিতে অবিচল থাকবে , কড়াকড়িভাবে মূল নীতি অনুসরণ করবে এবং আইন অনুসারে প্রশাসনের জন্য হংকং বিশেষ অঞ্চল সরকারকে সর্বশক্তি নিয়ে সমর্থন করবে ।
পেইচিংয়ে হু চিন থাও'র সঙ্গে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান চেন ইং ছুয়ানের সাক্ষাত্ হয়েছে । চেন ইং ছুয়ান জনমত জরীপের ভিত্তিতে অধিকাংশ ভোট পেয়ে বিশেষ অঞ্চল সরকারের প্রধান পদে পুনঃনির্বাচিত হয়েছেন । এতে বিশেষ অঞ্চল সরকারের প্রধানের কার্যমেয়াদের পর থেকে তার কাজকর্ম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কার্যক্রমের ব্যাপারে হংকংয়ের নাগরিকদের স্বীকৃতি ও গভীর মূল্যায়নের কথাই প্রতিফলিত হয়েছে ।
চেন ইং ছুয়ান এই মত প্রকাশ করেছেন যে , তিনি আগের মতো ভবিষ্যতেও কেন্দ্রীয় সরকার ও হংকংবাসীদের দেয়া দায়িত্ব ও আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে সর্বশক্তি নিয়ে বিভিন্ন কাজ সুসম্পন্ন করবেন ।
|