v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-09 18:53:02    
কনফুসিয়াস ইনস্টিটিউটের  সদর দপ্তর প্রতিষ্ঠিত

cri
    কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তর ৯ এপ্রিল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে । সারা বিশ্বে কনফুসিয়াস ইনস্টিটিউটেরমাধ্যমে চীনা ভাষা শেখানোর মানের উন্নয়ন , চীনাভাষার দেশিবিদেশী শিক্ষার্থীদের আরও  উন্নতমানের  পরিসেবা দান এবং  চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করার লক্ষেএটা সহায়ক হবে ।  

  ৯ এপ্রিল অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ছেন চিলি বলেছেন, কন্ফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তর সমন্বয় ও বহুমুখী পরিসেবার দায়িত্ব পালন করে সব জায়গার কনফুসিয়াস ইনস্টিটিটিউটের সঙ্গে সহযোগিতা ও যোগাযোগ জোরদার করবে , বিভিন্ন ইনস্টিটিউটেরপরিচালনাসহ শিক্ষক এবং পাঠ্যপুস্তক ও প্রশিক্ষণ কোর্স প্রদানসহ বিভিন্নভাবে সহযোতা দেবে এবং বিভিন্ন দেশের চীনাভাষা ও চীনা সংস্কৃতি জানতে আগ্রহী এমন লোকদের সমর্থন ও সাহায্য দান করবে ।

    একটি পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত প্রায় তিন কোটি বিদেশী চীনা ভাষা শিখছেন । এর পরিপ্রেক্ষিতে চীন সরকার ২০০৪ সাল থেকে বিদেশে হানভাষা শেখানোর সংস্থা প্রতিষ্ঠা শুরু করেছে এবং সংস্থাটিকে চীনের ঐতিহ্যিক সংস্কৃতির প্রতিনিধি কনফুসিয়াসের নামে নামকরণ করেছে । জানা গেছে , এ পর্যন্ত চীন  প্রায় পঞ্চাশটিরওবেশি দেশ ও অঞ্চলে একশ' চল্লিশটিরও বেশি কনফুসিয়াস ইনস্টিটিউট গঠন করেছে । এর বেশির ভাগ এশিয়া , ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে রয়েছে ।

    আপনারা এখন যা শুনছেন তাহল দক্ষিণ কোরিয়ার কনফুসিয়াস ইনস্টিটিউটেশিক্ষক ছাত্রদেরকে চীনা ভাষা শেখাচ্ছেন । বিদেশে এটি প্রথমকনফুসিয়াস ইনস্টিটিউট । এখন এই ইনস্টিটিউটে ৪০০জন ছাত্রছাত্রী চীনা ভাষা শিখছেন । কিম কি চোল এদের মধ্যে একজন । তিনি বলেছেন,আমি দুবছর ধরে চীনা ভাষা শিখে আসছি । আগের চাইতে আমি এখন চীনা সংস্কৃতি জানতে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে। হান ভাষা শেখার পর আমি চীনে কাজ করব ।

    বিদেশে চীনের কনফুসিয়াস ইনস্টিটিউট দ্রুত বিকাশ লাভ করেছে । এই সব কনফুসিয়াস ইনস্টিটিটে নানা স্তরের হানভাষা শেখানো ও পরীক্ষা গ্রহণএবং হানভাষার প্রতিযোগিতা সহ নানা ধরণের প্রশিক্ষণকোর্স চালানো হয় । এই সব তত্পরতা স্থানীয় লোকদের সমাদর পেয়েছে ।

    এর পাশাপাশি চীন সক্রিয়ভাবে " সম্প্রচারেরমাধ্যমে কনফুসিয়াস কোর্স" এবং "নেট কনফুসিয়াস ইনস্টিটিউট" চালু করেছে ।যারা চীনা ভাষা শিখতে আগ্রহীসেই সব বিদেশী বন্ধুদের কাছে এটা একটা সুবিধা ও সহজ ব্যবস্থা । চীন আন্তর্জাতিক বেতার পরপর তুরস্ক , মিসর , কেনিয়া ও রাশিয়া সহ বেশ কয়েকটি দেশে " সম্প্রচারের মাধ্যমে কনফুসিয়াস কোর্স" চালু করেছে ।

    বিদেশের চীনাভাষার শিক্ষার্থীদের সুবিধার জন্যে চীন সরকার একটি পরিচালনা সংস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে আসছে । ৯ এপ্রিল সদর দপ্তরেরউদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চীনা ইনস্টিটিউটের প্রধান সারা জাজ ম্যাককাল্পিন বলেছেন, দু বছর আগে আমাদের ইনস্টিটিউট চীনের সঙ্গে সহযোগিতা করে নিউইয়র্কে একটি কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে । দু বছরের মধ্যেই স্থানীয় চীনা ভাষার মান অনেক উন্নত হয়েছে ।

    চীনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জিউফ্রে উইলিয়াম রাবি বলেছেন , কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তরের প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । এটা সারা বিশ্বে চীনা ভাষা শেখানো ও চীনা সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলাকে ত্বরান্বিত করবে । এখন অষ্ট্রেলিয়ায় তিনটি কনফুসিয়াস ইনস্টিটিউট চালু রয়েছে । আমরা আরও কয়েকটি প্রতিষ্ঠাকরার পরিকল্পনা নিয়েছি ।

    ২০০৫ সালে নাইরোবিতে চালু করা ইনস্টিটিউট হল আফ্রিকারপ্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট । কেনিয়া রাষ্ট্রদূত রুথ গ্রেস সেরিতি সোলিতেই জানিয়েছেন এখন চারশেরও বেশি ছাত্রছাত্রী এখানে চীনা ভাষা শিখছে । ইনস্টিটিউটটি কেনিয়া ও চীনের মধ্যে বিনিময় ও সহযোগিতাকে জোরদার করেছে ।

    এ বছরের শেষ নাগাদ বিদেশে কনফুসিয়াস ইনস্টিটিউটের সংখ্যা প্রায়২০০টিতে দাঁড়াবে বলে অনুমাণ করা হচ্ছে ।