৯ এপ্রিল চীনের মহাসাগর বিষয়ক প্রশাসনের প্রকাশিত এক পরিসংখ্যাণেদেখা গেছে, ২০০৬ সালে চীনের সমুদ্র অর্থনীতি ক্ষেত্রের উত্পাদনের মোটমূল্য২ .০৯৫৮ ট্রিলিয়ন ইউয়ান রেন মিন পি হওয়ায় তা প্রথম বার মত চীনের জি ডি পির শতকরা দশ ভাগ ছাড়িয়ে গেছে।
এ পরিসংখ্যাণে বলা হয়েছে, ২০০৬ সালে চীনের বিভিন্ন প্রধান প্রধান সমুদ্রজাত উত্পাদন শিল্পে স্থিতিশীল বৃদ্ধির প্রবণতা অব্যাহত ছিল। বিশেষ করে জাহাজ নির্মান, তেল উত্তোলন , প্রযুক্তি বিষয়ক নির্মান এবং সৈকত পযর্টন শিল্পের বৃদ্ধি হার ২০০৫ সালের চেয়ে শতকরা ১৭ ভাগ বেশী ছিল। ইতোমধ্যে উপকূলীয় বন্দরগুলোর সার্বিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা অবিরামভাবে বাড়তে শুরু করছেন। বিশ্বের প্রথম ২০টি আন্তর্জাতিক বন্দরের মধ্যে অধের্ক হল চীনের উপকূলীয় বন্দর।
চীনের মহাসাগর বিষয়ক প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, উন্নত দেশগুলোর তুলনায় চীনের সমুদ্র অর্থনীতির উন্নয়নেরমান কিছুটা পিছিয়ে পড়েছে। আগামী কয়েক বছরের মধ্যে চীনের সমুদ্র অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাবে । আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে মসুদ্র অর্থনীতির উত্পাদন মোটমূল্য চীনের জি ডি পির শতকরা ২০ ভাগে পৌছবে বলে আশা করা হচ্ছে।
|