সম্প্রতি প্রকাশিত তিব্বতের জি ডি পি ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছর তিব্বতের মোট লোকসংখ্যা ছিল ২৮.১ লাখ । এ সংখ্যা ১৯৫১ সালের তিব্বত মুক্তি হওয়ার সময়ের চেয়ে দ্বিগুণ বেশি ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমানে তিব্বতী জাতির লোকসংখ্যা তিব্বতের মোট লোকসংখ্যার ৯২ শতাংশেরও বেশি । লোকজনের আয়ু ১৯৫১ সালে ছিল ৩৫.৫ বছর । বর্তমানে তা বেড়ে ৬৭ বছরে দাঁড়িয়েছে ।
বিশ্লেষকদের ধারণা , জীবনযাপন এবং চিকিত্সার মান অনেক উন্নত হয়েছে বলে তিব্বতের লোকসংখ্যা বেড়েছে এবং তিব্বতী কৃষকদের স্বাস্থ্য নিশ্চিতকরণের মানও উন্নত হয়েছে ।
|