আফ্রিকান মানব উন্নয়ন সংক্রান্ত প্রথম সম্মেলন ৭ এপ্রিল মরক্কোর রাজধানী রাবাতে শেষ হয়েছে। সম্মেলনে গৃহীত "রাবাত ঘোষণায়" বলা হয়েছে, অংশগ্রহণকারী বিভিন্ন দেশ তাদের সুপ্ত শক্তিকে অন্বেষণ করবে এবং মানব উন্নয়ন ক্ষেত্রে পরস্পরের মধ্যে সহযোগিতা জোরদার করবে।
সম্মেলনে আফ্রিকার বিভিন্ন দেশ জাতীয় মানব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা এবং এই অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যকার মানব উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপে উত্সাহ দেয়া হয়েছে। সম্মেলনে বিশেষ করে মানব উন্নয়ন নিয়ে গবেষণা ও উপদেশ দেয়া সম্পর্কিত একটি আফ্রিকান বিশেষজ্ঞ দল এবং সকল আফ্রিকান দেশের অংশগ্রহণে আফ্রিকার মানব উন্নয়ন সংক্রান্ত একটি ফোরাম গঠনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। অংশগ্রহণকারী প্রতিনিধিরা সর্বসম্মতভাবে একমত হয়েছেন যে, তারা একটি ফলো-আপ সংক্রান্ত পরিচালনা কমিটি প্রতিষ্ঠা করে ধাপে ধাপে এবারের সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে।
মরক্কো সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ উদ্যোগে এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩৭টি আফ্রিকান দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ অথবা এ সব দেশের উন্নয়ন বিষয়ক মন্ত্রীরা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর প্রতিনিধিরা দু'দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিয়েছেন।
|