ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার মাহমুদ আল-জিবারি ৭ এপ্রিল বাগদাদে বলেছেন, ইরাক সরকার ৩ ও ৪ মে মিশরে ইরাকের নিরাপত্তা সমস্যা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে। ইরাকের পার্শ্ববর্তী দেশগুলো, জাতিসংঘের স্থায়ী সদস্য দেশগুলো এবং আট রাষ্ট্র গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলো এই সম্মেলনে তাদের প্রতিনিধিদের পাঠাবে।
এ দিন এক প্রেস ব্রিফিংয়ে জিবারি বলেছেন, সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে ইরাক ও তার প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতাকে জোরদার করা। যাতে ইরাকের স্থিতিশীলতা পুনরুদ্ধার ও তার পুনর্বাসন কাজ দ্রুত করার ক্ষেত্রে ইরাককে সাহায্য করা যায়। তিনি আশা করেন, অংশগ্রহণকারী বিভিন্ন দেশ সংলাপের মাধ্যমে এ অঞ্চলের উত্তেজনাময় পরিস্থিতির অবসান ঘটাবে। জিবারি আরো বলেছেন, এবারের সম্মেলনের পর মিশরে "ইরাক সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি" ভুক্ত সদস্যদেশগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হবে।
|