ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তারা ৭ এপ্রিল বলেছেন , বন্দীদের বিনিময় সমস্যার ব্যাপারে অগ্রগতি হয়েছে ।
ফিলিস্তিনের তথ্য মন্ত্রী মুস্তফা বারঘুতি বলেছেন , মিসর ইসরাইলকে আটক ইসরাইলী সৈন্যের মুক্তির ব্যাপারে ফিলিস্তিনের কিছু শর্তের কথা জানিয়েছে । ফিলিস্তিনের সশস্ত্র সংস্থা ইসরাইলের কাছে সে দেশে আটক বন্দী ফিলিস্তিনীদের একটি নাম তালিকাও হস্তান্তর করেছে ।
ইসরাইলের একজন কর্মকর্তা৭ এপ্রিল "হারেজ পত্রিকাকে" বলেছেন , বন্দী বিনিময় সমস্যায় ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে অগ্রগতি হচ্ছে । তবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে আরো অনেক সময় লাগবে ।
অন্য আরেক খবরে জানা গেছে , ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একই দিনে বলেছেন , ফিলিস্তিনের বিভিন্ন পক্ষ , বিশেষ করে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষা বাহিনীর উচিত সর্ব প্রকার প্রচেষ্টা চালিয়ে ফিলিস্তিনের নিরাপত্তা সুরক্ষা করা , অভ্যন্তরিণ সংঘর্ষের অবসান করা এবং ইসরাইলের বিরুদ্ধে লক্ষ্যহীন হামলা বন্ধ করা ।
|