মুক্তিপ্রাপ্ত ব্রিটিশ নৌ সেনারা ৬ এপ্রিল ইংল্যান্ডের ডেভন্ অঙ্গরাজ্যের ছিভেনোর সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন , যখন তারা ইরাকের জলসীমায় নিয়মিত টহল দিচ্ছিলেন , তখন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী তাদের ধরে নিয়ে যায় । এই বক্তব্যের ওপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে , এই কার্যকলাপ ব্রিটেনের এক ধরনের নাটকীয় প্রচার ।
মুক্তিপ্রাপ্ত ১৫জন নৌ সেনার পক্ষ থেকে ব্রিটিশ নৌ সেনা বাহিনীর ক্রিস্ এয়ার ও ফেলিজ্ কার্মান প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে , যখন তারা ইরাকের জলসীমার ৩.১৫ কিলোমিটার অভ্যন্তরে নিয়মিত টহল দিচ্ছিলেন , তখন ইরানী বাহিনী তাদেরকে ধরে নিয়ে যায় । আটক থাকাকালে তারা নির্যাতিত হয়েছেন এবং মানসিক দিক থেকে প্রবল দুঃখ-কষ্ট ভোগ করেছেন ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে , এই কার্যকলাপ হচ্ছে ব্রিটেনের এক ধরনের নাটকীয় প্রচার । কিন্তু এর মাধ্যমে ইরানের জলসীমায় ব্রিটিশ নৌ সেনাদের অবৈধ অনুপ্রবেশের সত্যতাকে মুছে দেয়া যাবে না ।
|